Saturday, November 15, 2025

কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে জরুরি ঘোষণা! কী বললেন শিক্ষামন্ত্রী?

Date:

করোনা মোকাবিলায় চলছে লকডাউন। সামাজিক দূরত্ব বজায় রাখতে বন্ধ রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিও। যা পরিস্থিতি তাতে একটা বছরও নষ্ট হতে পারে, এমনই আশঙ্কা করছেন পড়ুয়া ও তাঁদের অভিভাবকরা। সেই জায়গা থেকেই

শুধু চূড়ান্ত সেমেস্টার বা বর্ষ নয়, মাঝের সেমেস্টার বা বর্ষ, যার পরীক্ষা এখন হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাগুলিও নেওয়া হোক। প্রচলিত প্রথায় পরীক্ষা নেওয়া না গেলেও পড়ুয়াদের মান যাচাই বা মূল্যায়নের সুযোগ যেন থাকে, এমনই চাইছিলেন রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। আজ, শনিবার এই পরীক্ষা নিয়েই উপাচার্যদের সঙ্গে ফের ভিডিও কনফারেন্সে বৈঠক করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

দুপুরে শিক্ষামন্ত্রীর সঙ্গে এই ভিডিও বৈঠকে ছিলেন সমস্ত বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা দফতরের সচিব মনীশ জৈন, উচ্চশিক্ষা দফতরের ভাইস-চেয়ারম্যান মমতা রায় এবং শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সচিব। ভিডিও কনফারেন্সের পর পার্থ চট্টোপাধ্যায় বলেন, “সমস্ত বিশ্ব বিদ্যালয়ের সম্পর্কে খোঁজ খবর নিয়েছি। উপাচার্যরা পরীক্ষা নেওয়ার ব্যাপারে প্রস্তুত আছে। যেদিন কলেজ-বিশ্ব বিদ্যালয় খুলবে তার একমাসের মধ্যেই পরীক্ষা নেওয়া হবে। কী পদ্ধতিতে, কীভাবে পরীক্ষা নেওয়া হবে, তার কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে।”

পাশাপাশি শিক্ষামন্ত্রী জানান, “কলেজ ও বিশ্ব বিদ্যালয়ের হোস্টেলগুলিকে স্যানিটাইজ করা হচ্ছে। ইউজিসি’র গাইড লাইন মেনেই কাজ হবে। WHO-এর অনুমোদন পাওয়া কলকাতা বিশ্ব বিদ্যালয়ের পাঠানো কিট নিয়ে আমরা ধন্যবাদ জানিয়েছি। শিক্ষকরা, অশিক্ষক কর্মচারীরা এগিয়ে এসেছেন। অফলাইন-অনলাইনের মাধ্যমে ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখছেন সকলে। আশাকরি, লকডাউন মিটে গেলে সমস্ত কিছুই আগের মতো চলবে”।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version