সংবাদমাধ্যমেও করোনা কোপ, উদ্বেগ বাড়ছে

করোনার প্রবল আর্থিক চাপে কোপ পড়ছে সংবাদমাধ্যমেও।

দিল্লির খবর, একাধিক সংবাদমাধ্যমে বিপুল ছাঁটাই, বেতনহ্রাস হয়েছে। পদোন্নতি বন্ধ।
এর আঁচ পড়ছে বাংলাতেও। আনন্দবাজার পত্রিকা বেশ কিছু ক্ষেত্রে বেতন কমাচ্ছে।
টাইমস গোষ্ঠীর এই সময় কাগজ থেকেও এমন সম্ভাবনার খবর আসছে। আজকাল পত্রিকায় এই বিষয়টি নিয়েই কর্তৃপক্ষ বনাম ইউনিয়ন মতবিরোধ চলছে।

এর সঙ্গে কাজের অভ্যেসেরও বদল ঘটছে।
কম কর্মীতে কাজ, ওয়ার্ক ফ্রম হোম- এসব বাড়ছে। প্রিন্ট মিডিয়াও ডিজিটাল- নির্ভর কাজকর্ম বাড়াচ্ছে। তুলনামূলক ছোট হাউসের আরও চাপ। তাছাড়া লকডাউন উঠলেও বিজ্ঞাপন কবে স্বাভাবিক হবে কেউ জানে না। সব মিলিয়ে মিডিয়ার অন্দরমহলেও উদ্বেগ বাড়ছে।

 

Previous article২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল ৩৩২০
Next articleপরিযায়ীদের ফেরাতে অসহযোগিতা, মমতাকে চিঠি দিয়ে অভিযোগ অমিত শাহের