Tuesday, May 20, 2025

সীমান্তে বাণিজ্য এখনই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে চিঠি রাজ্যের মুখ্যসচিবের

Date:

করোনা-সংক্রমণ এখনও বহাল৷ এই পরিস্থিতিতে রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে পণ্যবাহী গাড়ি চলাচল করতে দেওয়া এখনই সম্ভব নয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে চিঠি লিখে এ কথা জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। চিঠিতে মুখ্যসচিব লিখেছেন, করোনাভাইরাস নিয়ে এ রাজ্যের সীমান্ত এলাকায় পুরোদস্তুর আতঙ্ক রয়েছে। পণ্যবাহী গাড়ি বাংলাদেশে যাওয়া এবং ফিরে আসার অনুমতি এখনই দিলে সীমান্ত-সংলগ্ন এলাকার নাগরিকদের মধ্যে আতঙ্ক এবং উত্তেজনা তৈরি হতে পারে। মুখ্যসচিব লিখেছেন, করোনার প্রকোপ থেকে এখনও মুক্ত নয় প্রতিবেশী রাষ্ট্রও। তাই এই রাজ্য তথা দেশের নাগরিকদের স্বার্থেই রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে পণ্যবাহী গাড়ি চলাচল করতে দেওয়া এখনই সম্ভব নয়।পণ্যবাহী গাড়ি বাংলাদেশে যাতায়াত করতে না দিলেও রাজ্য সরকার ওই দেশের নাগরিকদের দেশে ফিরে যাওয়ায় আপত্তি জানায়নি। বনগাঁয় পেট্রাপোল সীমান্ত দিয়ে গত দু’দিন ধরে তাঁরা ফিরে যাচ্ছেন৷

প্রসঙ্গত, গত মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব চিঠি দিয়ে ভারত-বাংলাদেশ স্থলবন্দরে রাজ্যের অনুমতি না মেলায় আটকে থাকা পণ্যবাহী গাড়ি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বৈদেশিক বাণিজ্যের স্বার্থের কথাও চিঠিতে বলেন। বাংলাদেশে আটকে থাকা ভারতীয় পণ্যবাহী গাড়ি যাতে ফিরতে পারে, সে জন্যও দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব নির্দেশও দেন মুখ্যসচিবকে। কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ কার্যকর করে রিপোর্ট পাঠাতেও বলা হয়েছিল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের সেই চিঠির জবাবেই মুখ্যসচিবের এই চিঠি।

Related articles

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...
Exit mobile version