Monday, August 25, 2025

পাকিস্তানকে কড়া বার্তা দিতে পাক অধিকৃত কাশ্মীরের আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে মৌসম ভবন

Date:

ভারতের নয়া স্ট্রাটেজি। পাকিস্তানকে হুমকি এবং চমকিতে রাখার জন্য এবার পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালুচিস্তান ও মুজাফ্ফরাবাদের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া শুরু করল মৌসম ভবন। এবারের ঘুরিয়ে নয়, সরাসরি ইমরান খান সরকারকে বার্তা দিতে চাইছে নয়াদিল্লি। আর এই স্ট্র‍্যাটেজির মূলে রয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত হয়েছিল তিন মাস আগে, ফেব্রুয়ারি মাসে। ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর রাজিন্দর খান্নার অফিসের বৈঠকে ৩ফেব্রুয়ারি ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সচিবরা, ইন্টেলিজেন্স ব্যুরোর কর্তা ও বিদেশমন্ত্রকের সচিবরা। গত সপ্তাহে এই বিষয়টিতে সরকারি সিলমোহর পড়ার পর এবার পাক অধিকৃত কাশ্মীরের ওই তিন জায়গার আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দেওয়া শুরু করছে নয়াদিল্লি। লক্ষ্য একটাই পাকিস্তানকে বোঝানো ওই এলাকা ভারতের এলাকা। যে কোনও মূল্যে তার সার্বভৌমত্ব রক্ষা করবে নয়াদিল্লি। ইতিমধ্যে দূরদর্শনকে খবরের সময় পাক অধিকৃত কাশ্মীরের জায়গাগুলির আবহাওয়ার পূর্বাভাস দিতে বলা হয়েছে। বেশ কিছু বেসরকারি খবরের চ্যানেলেও ওই জায়গার আবহাওয়ার কথা জানানো হচ্ছে। আবহাওয়ার মানচিত্র দেখানোর সময় জম্মু-কাশ্মীরের পুরো এলাকাকে একসঙ্গে দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে দূরদর্শনকে।

জম্মু-কাশ্মীরে বেআইনিভাবে দখল করে রাখা ৮৬ হাজার বর্গকিলোমিটার যে আদতে ভারতের, সেই বার্তাই দিতে চায় নয়াদিল্লি। আর একটি বার্তা দিতে চায় চিনকেও। এই পথেই পাক-চিনের ইকনমিক করিডোর রয়েছে। ব্যবসার জন্য বছর কয়েক আগে এই করিডোর ব্যবহার করতে চেয়ে চিন ভারতকে যুক্ত হতে বলে। কিন্তু ভারত আপত্তি জানায়। পাল্টা চিন জানায়, এই আপত্তির কারণে জম্মু কাশ্মীর নিয়ে সমস্যা কিছুতেই মিটবে না। তাই পরোক্ষে চিনকেও কড়া বার্তা দেওয়াও উদ্দেশ্য।

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version