লকডাউনের মাঝেই দেশে ৩ হাজার স্কুল খোলার ছাড়পত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

দেশজুড়ে চলছে লকডাউন৷ সর্বত্র বন্ধ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ৷ এরই মাঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দেশে ৩ হাজার স্কুল খোলার ছাড়পত্র দিয়েছে৷

CBSE দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার খাতা দেখার জন্য এই ৩ হাজার স্কুলকে মূল্যায়ন কেন্দ্র অর্থাৎ ‘ইভালুয়েশন সেন্টার’ হিসেবে নির্দিষ্ট করা হয়েছে ৷ শুধুমাত্র পরীক্ষার খাতা দেখার জন্যই স্কুল খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র ৷

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল বলেছেন, ৩ হাজার স্কুল খাতা দেখার জন্য খোলার অনুমতি দেওয়া হয়েছে ৷ ১.৫ কোটিরও বেশি পরীক্ষার উত্তরপত্র শিক্ষকদের কাছে ইতিমধ্যেই দেখার জন্য পৌঁছে গিয়েছে ৷ আগামী ৫০ দিনের মধ্যে খাতা দেখা ও মার্কশিটের কাজ শেষ হয়ে যাবে বলে মনে করছেন রমেশ পোখরিয়াল ৷ কেন্দ্র বলেছে, এসময় স্কুলে কোনওরকম ক্লাস নেওয়া যাবে না ৷ ৩ হাজার স্কুলের পাশাপাশি CBSE-র ১৬টি আঞ্চলিক দফতরও খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র ৷ সম্পূর্ণ কোভিড-১৯ গাইডলাইন মেনে করতে হবে কাজ ৷

Previous articleএইমসে ভর্তি মনমোহন সিং
Next articleকলকাতায় বেড়েই চলেছে কনটেইনমেন্ট জোন