Thursday, August 28, 2025

ফের পথ দেখাচ্ছে কেরল৷

করোনা থাক বা বিদায় নিক, এখন থেকে গোটা রাজ্যে প্রতি রবিবার বাধ্যতামূলক ভাবে লকডাউন থাকবে৷
সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এমনই নির্দেশ জারি করল কেরল সরকার। আজ রবিবার থেকেই এই নির্দেশ বলবৎ হয়েছে।

রাজ্যের মুখ্যসচিব টম জোস এক নির্দেশিকা জারি করে বলেছেন, প্রতি রবিবার লকডাউন পালন করার উদ্দেশ্য হল করোনা সংক্রমণ আটকানো, জীবনের মান উন্নয়ন করা, কার্বন নিঃসরণ কমানো, রাজ্যের পরিবেশ ও সবুজ রক্ষা করা। পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত প্রতি রবিবার লকডাউন পালনের নির্দেশ বলবৎ থাকবে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, রবিবার ঠিক কোন ধরনের কাজকর্ম চালানো যাবে৷ সেগুলি হলো :

◾করোনা-যুদ্ধের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সব কিছু চালু থাকবে৷

◾নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা৷

◾দুধ সংগ্রহ ও বিতরণ বা বিক্রি করা৷

◾সংবাদপত্র, সংবাদ মাধ্যম, হাসপাতাল, ওষুধের দোকান, মেডিক্যাল ল্যাব এবং চিকিৎসা সংক্রান্ত অন্যান্য প্রতিষ্ঠান খোলা রাখা৷

◾বিয়ে আর শেষকৃত্য ছাড়া অন্য কোনও সামাজিক সমাবেশ হবে না ৷

◾পণ্যবাহী গাড়ি চালু থাকবে৷

◾বর্জ্য সাফাইয়ের কাজে জড়িত সমস্ত এজেন্সির কাজ চালু থাকবে৷

◾চালু থাকা নির্মাণকাজ এবং দীর্ঘদিন চলে এমন সব উৎপাদন ও প্রক্রিয়াকরণের কাজ অব্যাহত থাকবে৷

◾হোটেলের টেক-অ্যাওয়ে কাউন্টার সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে৷ রাত ১০টা পর্যন্ত অনলাইন ডেলিভারি চালু থাকবে৷

◾হাঁটা এবং সাইকেল চালানো যাবে৷

◾এ ছাড়া স্বাস্থ্য সংক্রান্ত এমারজেন্সি, সরকারি চাকুরেদের এমারজেন্সি ডিউটি, করোনা ঠেকানোর কাজে যাঁরা জড়িত বা উপরে বলা কাজগুলিতে যাঁরা জড়িত এবং উপাসনাস্থলে উপাসনা পরিচালনা করার কাজে জড়িত পুরোহিত এবং ধর্মীয় ব্যক্তিদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার অনুমতি দেওয়া হবে।

◾জরুরি প্রয়োজনে কোথাও যাওয়ার থাকলে জেলা কালেক্টর বা পুলিশ কর্তৃপক্ষের কাছ থেকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে।

Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...
Exit mobile version