Wednesday, November 12, 2025

লকডাউনের পর কলকারখানায় উৎপাদন শুরু করতে নয়া নির্দেশিকা কেন্দ্রের

Date:

Share post:

উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নয়,  লকডাউনের পর প্রাথমিক ভাবে কর্মীদের নিরাপত্তার দিকটিই প্রধান বিবেচ্য ও প্রাধান্য হওয়া উচিত শিল্প সংস্থাগুলির। সমস্ত সুরক্ষা নীতি খতিয়ে দেখার পরই কলকারখানায় উৎপাদন শুরু করার পরামর্শ দিল কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে লকডাউনের বিধিনিষেধ উঠে গেলে প্রথম সপ্তাহটিকে যেন পরীক্ষামূলক সময় হিসাবে গণ্য করা হয়।
বিশাখাপত্তনমের গ্যাস দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু এবং হাজারখানেক মানুষের অসুস্থ হওয়ার পর সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের শিল্পসংস্থাগুলিকে কাজ শুরু করার বিষয়ে নয়া নির্দেশিকা জারি করেছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (এনডিএমএ)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে রবিবার ওই নির্দেশিকা জারি করা হয়েছে । নির্দেশিকায় বলা হয়েছে , নিজেদের কর্মীদের নিরাপত্তায় যাবতীয় সুরক্ষা ব্যবস্থা বলবৎ করতে হবে শিল্পসংস্থাগুলিকেই। নির্দেশিকায় আরও বলা হয়েছে, ‘‘বেশ কয়েক সপ্তাহের লকডাউনের ফলে এবং কলকারখানাগুলি বন্ধ থাকায় কিছু কিছু ক্ষেত্রে বিধিবদ্ধ সতর্কীকরণ ব্যবস্থা মেনে চলাটা সম্ভব না-ও হতে পারে। কেননা এর ফলে, কিছু কলকারখানায় পাইপলাইন, ভাল্‌ভে হয়তো রাসায়নিক উদ্বৃত্ত থেকে যেতে পারে, যার থেকে বিপদ ঘনিয়ে আসতে পারে। যে সমস্ত গুদামঘরে রাসায়নিক বা দাহ্য পদার্থ মজুত রয়েছে, সে ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।’’ ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘নতুন করে ইউনিট চালু করার পর প্রথম সপ্তাহটি টেস্ট রান পর্যায় হিসেবে গণ্য করা উচিত। নিরাপত্তাজনিত সমস্ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এবং বিপুল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যাবে না।”
প্রসঙ্গত, গত ২৫ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন শুরু হয়েছে। ১৭ মে পর্যন্ত তা চলার কথা। মহামারীর প্রভাব না পড়া অঞ্চলগুলিতে সরকার এরই মধ্যে কিছু কিছু শিথিলতার অনুমতি দিয়েছে।

spot_img

Related articles

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...