সেই আজমল কাসভ এবার ওয়েব সিরিজে, নাম ভূমিকায় বাংলার ছেলে

এক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছে গোটা দেশ। করোনা মোকাবিলায় চলছে লকডাউন। গৃহবন্দি মানুষ। সময় কাটাতে অনেকেই মজে আছেন ওয়েব সিরিজে।

এবার ওয়েব সিরিজে আসছে সেই ‘২৬/১১’৷

২৬/১১-র মুম্বই হামলা৷
সবারই মনে থাকার কথা৷ একই সঙ্গে মনে আছে হয়তো মহম্মদ আজমল আমির কাসভকেও?

সেই কাসভকে নিয়েই এবার ওয়েব-সিরিজ আর কাসভের চরিত্রে বহরমপুরের শোয়েব কবীর।
মুম্বই হামলার ঘটনা নিয়ে তৈরি হয়েছে বহু সিনেমা। এবার এই প্রেক্ষাপটে ওয়েব সিরিজ তৈরি করতে চলেছে Zee-5। যার নাম ‘স্টেট অফ সিজ ২৬/১১’। যেখানে কাসভের চরিত্রে অভিনয় করবে বাংলার ছেলে শোয়েব কবীর।

শোয়েব বহরমপুরের ছেলে। ছোট থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন। বিজ্ঞাপণে কাজ করেই শুরু করেন পথ চলা। পরে সোনম কাপুরের ‘দ্য জোয়া ফ্যাক্টর’-এ অভিনয় করেছেন শোয়েব।

মুম্বই হামলার কিং-পিন মহম্মদ আজমল আমির কাসভের চরিত্রে তাঁকে বেছে নেওয়া প্রসঙ্গে শোয়েব জানান, জানান,”আমায় বাছতে হয়নি, আমাকে দেখতে কিছুটা কাসভের মতো। কিন্তু ওর মতো জঘন্য, নৃশংস মানুষ আমি নই।”
৮ এপিসোডের ওয়েব সিরিজ ‘স্টেট অফ সিজ ২৬/১১’ জি প্রিমিয়ারে স্ট্রিমিং শুরু ২০ মার্চ থেকে। এই ওয়েব সিরিজে শোয়েব ছাড়াও অভিনয় করেছেন অর্জুন বিজলানি, অর্জন বাজওয়া, মুকুল দেবরা।

Previous articleকরোনা আবহেও কুমোরটুলির শিল্পীদের পাশে সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন দূর্গাপুজো কমিটি
Next articleএকাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে পড়ুয়ারা: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ