১ জুন পর্যন্ত লকডাউন জারি থাকবে ব্রিটেনে। রবিবার ঘোষণা করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই মুহূর্তে লকডাউনে ইতি টানা সম্ভব না। ১ জুনের পর কিছু দোকানপাট খুলবে। পরিস্থিতি বুঝে প্রাথমিক বিদ্যালয় খুলতে পারে। জুলাই থেকে কিছু জনবহুল জায়গা খুলবে। এরমধ্যে যাঁরা বিমানে ফিরবেন তাঁদের কোয়ারেন্টাইনে থাকতেই হবে।”

সারা বিশ্বে করোনা সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটেন। প্রধানমন্ত্রী বলেন, দেশজুড়ে গোষ্ঠী সংক্রমণের রিপোর্টও ভিন্ন ছিল। বুধবার থেকে ওয়ার্কআউট, সানবাথ ও খেলাধুলার অনুমতি মিলবে। তবে শুধু পরিবারের সদস্যদের সঙ্গেই তা করতে পারেন। পরিস্থিতি স্বাভাবিক হলে জুলাই থেকে কিছু হোটেল খুলবে। তবে সামাজিক দূরত্ব বজায় রাখাতে হবে। সংক্রমণ বাড়লে স্থানীয়ভাবে ফের লকডাউন জারি হতে পারে।
