বাঙালি-মেকানিকের হাত ধরে এবার ‘করোনা-বাইক’

0
1

অভিনব এক বাইক তৈরি করে ফেললেন ত্রিপুরার এক বাঙালি মেকানিক৷

করোনার প্রকোপ কমে যাওয়ার পরেও
সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে বলছেন বিশেষজ্ঞরা৷ সরকারের বক্তব্যও তেমনই৷

এই সব শুনেই আগরতলার আড়ালিয়ার
বাসিন্দা পার্থ সাহা বানিয়ে ফেলেছেন ‘করোনা- বাইক’à§· ব্যাটারি চালিত এই বাইকে চালক এবং সওয়ারির মধ্যে এক মিটারের দূরত্ব বজায় থাকবে৷ à§© ঘণ্টা চার্জ দিলে এই বিশেষ বাইকে চেপে ৮০ কিলোমিটার যাওয়া যাবে৷ পেশায় মেকানিক পার্থ সাহা এই অভিনব বাইকটি তৈরি করেছেন সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতেই৷ পার্থবাবু বলেছেন, এই বাইকে করেই এখন তিনি নিজের যাবতীয় জরুরি কাজ সারতে পারছেন৷ ভবিষ্যতে মেয়ের স্কুল খুললে তাঁকেও এই বাইকে বসিয়েই স্কুলে পৌঁছে দিতে পারবেন তিনি৷ পার্থ বলেন, ‘করোনা সংক্রমণ রুখতে দু’ জন মানুষের মধ্যে অন্তত à§§ মিটারের দূরত্ব রাখতে বলা হয়েছে৷ সেকথা মাথায় রেখেই এই বাইকটি তৈরি করেছি৷ সামনের এবং পিছনের আসনের মধ্যে à§§ মিটারের দূরত্ব রয়েছে৷ ফলে সংক্রমণের আশঙ্কা অনেকটাই কমবে৷’