সোমবার থেকে বাজারে ফের আসছে গোল্ড বন্ড। রিজার্ভ ব্যাঙ্ক দ্বিতীয় দফায় জারি করছে সার্বভৌম গোল্ড বন্ড ২০২০-২১। আগামী ১৫ মে পর্যন্ত বিভিন্ন ব্যাঙ্ক, নির্দিষ্ট কিছু পোস্ট অফিস থেকে বন্ড কেনা যাবে বলে আরবিআই জানিয়েছে।

এই বন্ডে প্রতি এক গ্রাম সোনার দাম ৪ হাজার ৫৯০ টাকা। অনলাইনে কিনলে প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় পাওয়া যাবে। সে ক্ষেত্রে দাম হবে ৪,৫৪০ টাকা। ১৯ মে থেকে গ্রাহকদের এই বন্ড ইস্যু করা হবে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ন্যূনতম এক গ্রাম সোনার বন্ড কিনতে হবে। মাথাপিছু বছরে সর্বাধিক ৪ কেজি সোনার বন্ড কেনা যাবে। মোট ৬ দফায় গোল্ড বন্ড ইস্যু করবে কেন্দ্রীয় সরকার।
