Wednesday, May 14, 2025

আরও কিছু ছাড় দিক কেন্দ্র, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এমন প্রস্তাবই দিতে পারেন দেশের বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী৷

কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের সঙ্গে রাজ্যের মুখ্যসচিবদের যে বৈঠক রবিবার হয়েছে, সেখানে এমন ইঙ্গিতই মিলেছে৷ জানা গিয়েছে, এই বৈঠকে একাধিক রাজ্যের মুখ্যসচিব আরও কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার কথাই বলেছেন৷

এদিকে প্রশ্ন উঠেছে, গ্রিন এবং অরেঞ্জ জোনে কেন্দ্র বেশ কিছু অর্থনৈতিক ক্ষেত্রে ছাড় দিলেও বাস্তবে তার ইতিবাচক প্রভাব কতখানি পড়েছে ? আদৌ কি পড়েছে ? শ্রমিকের অভাব এখনও বহাল৷ কাঁচামাল সরবরাহ আজও স্বাভাবিক হয়নি৷ উৎপাদিত পণ্য কোথায় যাবে, আজও তা অজানা৷ তাহলে এই ছাড়ে লাভ কতখানি হয়েছে ? এইসব গুরুত্বপূর্ণ সমস্যা না মিটিয়ে, কেন্দ্রের স্রেফ ছাড় ঘোষণার অর্থ কী ?

যে কোনও কারনেই হোক, কেন্দ্রের ধারনা হয়েছে, সব রাজ্য তথা সব মুখ্যমন্ত্রী পর্যায়ক্রমে লকডাউন তুলে নেওয়ার পক্ষে৷ তবে ফের যদি লকডাউন বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আরও কিছু ছাড় আশা করছে রাজ্যগুলি৷

ওদিকে, ১৭ মে শেষ হতে চলেছে তৃতীয় পর্যায়ের লকডাউন৷ লকডাউনের ভবিষ্যৎ নিয়েই সোমবার ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী শেষ যে বৈঠক করেছিলেন, সেখানে বাছাই করা কয়েকজন মুখ্যমন্ত্রী কথা বলার সুযোগ পেয়েছিলেন৷ সোমবার সর্বভারতীয় এক সংবাদমাধ্যম দাবি করেছে, সোমবারের বৈঠকে সব মুখ্যমন্ত্রীকেই কথা বলতে দেওয়া হবে৷ প্রসঙ্গত, এই প্রথমবার সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রীরা ছাড়াও সব রাজ্যের মুখ্যসচিব, পুলিশের ডিজি, স্বরাষ্ট্র এবং স্বাস্থ্যমন্ত্রী এবং তাঁদের দফতরে সচিবদের উপস্থিত থাকার কথা৷

Related articles

তিস্তা তোর্ষা এক্সপ্রেসের শৌচাগারেই সন্তান প্রসব বিহারের তরুণীর!

গুয়াহাটি থেকে ট্রেনে বিহারে বাড়ি ফেরার পথে প্রসব বেদনা। বুধবার নিউ আলিপুরদুয়ার (New Alipurduwar) স্টেশনে দাঁড়িয়ে থাকা তিস্তা...

গুরুতর আহত তৃণমূল বিধায়ক তাপস সাহা! আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে 

বাড়িতে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হলেন তেহট্টর তৃণমূল বিধায়ক তাপস সাহা। সূত্রের খবর অনুযায়ী, বুধবার সকাল আটটা নাগাদ...

এবারের আইপিএলে প্রথম বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর দিল্লিতে

অবশেষে আইপিএলে(IPL) বাংলাদেশের ক্রিকেটার। পরিবর্তিত সূচী অনুযায়ী আইপিএল শুরু হওয়ার আগেই দিল্লি ক্যাপিটালস(Delhi Capitals) শিবিরে বাংলাদেশী পেসার মুস্তাফিজুর...

সাতদিন আগে মৃত বাঘিনী বার্ড-ফ্লু আক্রান্ত! বন্ধ একের পর এক চিড়িয়াখানা

সাতদিন ধরে একের পর এক পশুর মৃত্যু উত্তরপ্রদেশের গোরখপুর চিড়িয়াখানায়। সাতদিন পরে প্রথম মৃত্যুতে রিপোর্ট প্রকাশ্যে আসে। তাতে...
Exit mobile version