Monday, May 12, 2025

আর কিছুক্ষণ পর দুপুর তিনটেয় শুরু হতে চলেছে প্রধানমন্ত্রীর সঙ্গে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের ভিডিও কনফারেন্স। লকডাউন পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হওয়ার কথা। করোনা সংকটের পরিস্থিতিতে লকডাউনের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে মুখ্যমন্ত্রীদের মতামত ও প্রস্তাব জানবেন প্রধানমন্ত্রী।

করোনা হটস্পট ও কনটেনমেন্ট জোন বাদ দিয়ে ধাপে ধাপে লকডাউন উঠিয়ে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে স্বাভাবিক করতে চায় কেন্দ্র সরকার। কিন্তু জীবিকা ও অর্থনীতিকে স্বাভাবিক করতে গিয়ে করোনা সংক্রমণ যাতে বাড়তি গতি না পায় তা নিশ্চিত করাটাও চ্যালেঞ্জ। এই পরিপ্রেক্ষিতে তৃতীয় দফা লকডাউনের শেষ পর্বে আজ ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

করোনা সংকটের আবহে মার্চের পর থেকে এটি মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর পঞ্চম ভিডিও কনফারেন্স। বৈঠকের মূল আলোচ্য ধাপে ধাপে লকডাউন তুলে অর্থনৈতিক কাজকর্ম স্বাভাবিক করা এবং একইসঙ্গে তা করতে গিয়ে সংক্রমণ যাতে আরও ছড়িয়ে না পড়ে সে সম্পর্কে সতর্ক থাকা। কেন্দ্র বা রাজ্য, কোনও সরকারই চায় না এতদিন লকডাউনের সুফল কোনও ভুল পদক্ষেপের জন্য বানচাল হোক। আবার পরিযায়ী শ্রমিকরা নিজেদের রাজ্যে ফিরে আসার পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অর্থনীতিকে স্বাভাবিক করার চেষ্টা না হলে বড় বিপদ তৈরি হবে। ফলে দুইয়ের মধ্যে ভারসাম্য রেখেই চলতে হবে সরকারকে। তবে সরকারি সূত্রে খবর, মুম্বই, দিল্লি, আমেদাবাদ, চেন্নাইয়ের মত দেশের মূল অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রগুলি করোনা সংক্রমণের হটস্পট হয়ে ওঠায় চিন্তায় প্রধানমন্ত্রীও।

Related articles

পুলওয়ামার আত্মঘাতী হামলায় মদতের কথা স্বীকার করে ফেলল পাকিস্তান

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা হয়। শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। জঙ্গি...

দেশের স্বার্থ বিরোধী: অশান্তির পরিস্থিতিতে বামেদের মিছিলকে ধুইয়ে দিলেন কুণাল

পাকিস্তানী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যখন কেন্দ্রের সরকার অপারেশন সিন্দুর-এর মতো অভিযান চালাচ্ছে দেশের সেনা, সেই সময় পাশে দাঁড়িয়েছে গোটা...

ঝাড়গ্রামে ‘সাদা পাহাড়’ ঘিরে নয়া পর্যটন কেন্দ্র

ঝাড়গ্রামের (Jhargram) পর্যটন পরিকাঠামোয় বড়সড় উন্নয়নে পদক্ষেপ করছে রাজ্য। বেলপাহাড়ির ‘সাদা পাহাড়’ বা স্থানীয়দের কথায় ‘চেতন ডুংরি’ এলাকায়...

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল! ধর্মতলায় ভূগর্ভস্থ পার্কিং প্লাজা-টানেল

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। মেট্রো (Metro) সম্প্রসারণের ফলে ধর্মতলা দ্রুতই হয়ে উঠবে কলকাতার...
Exit mobile version