করোনা বিশ্ব মহামারি মোকাবিলার গুরুত্বপূর্ণ বৈঠকও রাজনৈতিক অভিযোগমুক্ত থাকল না। “এখন রাজনীতি করবেন না” বলে কেন্দ্রের বিরুদ্ধে করোনা বৈঠকে প্রথম রাজনৈতিক আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বললেন,” আসুন এখন টিম ইন্ডিয়া হয়ে লড়ি।” সূত্রের খবর, করোনা মোকাবিলায় রাজনীতি করা হচ্ছে বলে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের ভিডিও কনফারেন্সে আক্রমণ শানান মমতা। বলেন, রাজ্যে-রাজ্যে বিভাজন করা হচ্ছে। আমাদের মতামত নেওয়াও হচ্ছে না। যুক্তরাষ্ট্রীয় রীতিনীতির পরিপন্থী কাজ করা হচ্ছে। কেন্দ্রের অনেক সিদ্ধান্ত সম্পর্কে আমরা অন্ধকারে থাকছি। পূর্ব পরিকল্পনা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী কাজ করা হচ্ছে। জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিকদের ইস্যুতেও উষ্মা প্রকাশ করেন মমতা। করোনা মোকাবিলার বৈঠকে মমতার পক্ষ থেকে রাজনৈতিক বৈষম্যের অভিযোগ এনে বক্তব্য পেশ তাৎপর্যপূর্ণ। সোমবার শুরুর দিকেই বক্তব্য পেশের সুযোগ পান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি কেন্দ্রের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন বলে জানা গিয়েছে।



