মদনমোহন বাড়ি সংলগ্ন দিঘিতে মিলল প্রাচীন মূর্তি

কোচবিহারের মদনমোহন বাড়ি সামনে রাজআমলের বৈরাগী দিঘি থেকে উদ্ধার রুপোর মূর্তি আর শিবলিঙ্গ। সোমবার সকালে, দিঘিতে নেমে প্রায় দেড় কেজি ওজনের রুপোর প্রাচীন মূর্তি ও শিবলিঙ্গ পায় স্থানীয় বালকরা। মূর্তি দেখতে পেয়ে মন্দির সংলগ্ন দোকানদাররা সেটি তাদের থেকে নেন। মদনমোহন দেবের মন্দির প্রায় ৩০০ বছর পুরনো। দিঘিটিও প্রায় একই সময়ের। এই মূর্তিটি কতটা প্রাচীন তা প্রত্নতাত্ত্বিকরা পরীক্ষার পরেই তা জানা যাবে। খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ গিয়ে মূর্তিটিকে থানায় নিয়ে যায়।

Previous article২৬/১১-র ধাঁচে নাশকতা চালাতে দাউদের সঙ্গে হাত মিলিয়েছে লস্কর-ই-তৈবা!
Next articleএখন রাজনীতির নয়, টিম ইন্ডিয়া হয়ে লড়ুন: মোদিকে মমতা