বিজন সেতুতে সিপিএমের হার্মাদদের হাতে আনন্দমার্গীদের গণহত্যার ৪২ বছর পার

পেরিয়ে গিয়েছে ৪২ বছর। কিন্তু এখনও আনন্দমার্গের সেই প্রশ্নের উত্তর অধরা, যে কেন হল না শাস্তি। ১৯৮২ সালের ৩০ এপ্রিল সেই শিউরে ওঠা ঘটনার কথা আজও মনে রয়েছে রাজ্যবাসীর। সিপিএমের হার্মাদদের সেই ঘটনা ঘটাতে হাত কাঁপেনি একবারও। নৃশংস হত্যালীলার সাক্ষী থেকেছিল দক্ষিণ কলকাতার বিজন সেতু। ওইদিন নারকীয়ভাবে আনন্দমার্গ প্রচার সংঘের ১৬ জন সন্ন্যাসী এবং ১ জন সন্ন্যাসিনীকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়। সেই অভিশপ্ত স্মৃতি এখনও মানুষ মনে রেখেছে। সেই হত্যাকাণ্ডের ৪২তম বর্ষপূর্তি।

এই প্রসঙ্গে তখনকার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মন্তব্য ছিল- “কী আর করা যাবে ? এমন তো হয়েই থাকে। তাও তো শচীন সেন ওদের তিলজলা কেন্দ্র ১০,০০০ লোক নিয়ে আক্রমণ করেনি।”

আরও পড়ুন- ভাঙল ৫০ বছরের রেকর্ড! কলকাতায় পারদ উঠল ৪৩-এ, দেশের উষ্ণতম কলাইকুণ্ডা পুড়ল ৪৭.২ ডিগ্রিতে

Previous articleভাঙল ৫০ বছরের রেকর্ড! কলকাতায় পারদ উঠল ৪৩-এ, দেশের উষ্ণতম কলাইকুণ্ডা পুড়ল ৪৭.২ ডিগ্রিতে
Next articleমমতা-ম্যাজিকে ইংরেজ বাজারের রোড শো-এ জনপ্লাবন