মমতা-ম্যাজিকে ইংরেজ বাজারের রোড শো-এ জনপ্লাবন

তীব্র দহন উপেক্ষা করে মালদহে দুটি জনসভার পরে রোড শো করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আর সেই রোড শো-এ মমতা ম্যাজিকে ভেসে গেল ইংরেজবাজার। মঙ্গলবার, মালদহ (Maldah) উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে হরিশচন্দ্রপুর ও পুরাতন মালদহে জনসভা সেরে ইংরেজবাজারে মালদহ দক্ষিণের প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের সমর্থনে রোড শো করেন তৃণমূল সুপ্রিমো।

বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ইংরেজ বাজারের সুকান্ত মোড় থেকে রবীন্দ্র মূর্তি পর্যন্ত রোড শো করেন মমতা। বাংলার মুখ্যমন্ত্রীকে দেখতে মানুষের ঢল নামে রাস্তায়। এদিন তৃণমূল সুপ্রিমোকে ঘিরে জনতার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রাস্তার দুদিকেই তখন জনসমুদ্র। প্রিয় জননেত্রীকে একবার ছুঁয়ে দেখার জন্য উদগ্রীব জনতা। মমতাও (Mamata Bandopadhyay) তাঁদের নিরাশ করেননি। শিশুদের কাছে ডেকে নিয়ে মেটান ছবি তোলার আবদার। রবীন্দ্র অ্যাভিনিউ-এ রবীন্দ্রনাথের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে পদযাত্রা শেষ করেন তৃণমূল সুপ্রিমো।





Previous articleবিজন সেতুতে সিপিএমের হার্মাদদের হাতে আনন্দমার্গীদের গণহত্যার ৪২ বছর পার
Next articleপ্রার্থীবদলেই বোঝা যায় যে তাদের গ্যারান্টি নেই! খড়্গপুরের সভা থেকে বিজেপিকে তুলোধনা তৃণমূলের