পিছিয়ে গেল কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি কেন্দ্রের নির্বাচন, কবে ভোট? জানাল কমিশন

পালটে গেল জম্মু-কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি কেন্দ্রের নির্বাচনের দিন। আগামী ৭ মে তৃতীয় দফায় ওই আসনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু কমিশনের তরফে মঙ্গলবার রাতে জানানো হয়েছে, পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী ২৫ মে ষষ্ঠ দফায় সেখানে ভোট হবে। প্রসঙ্গত, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের পাঁচটি লোকসভা আসনের নির্বাচন পাঁচটি পৃথক দিনে হচ্ছে এ বার।

কেন হঠাৎ এই সিদ্ধান্ত? নির্বাচন কমিশনের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পরে তাঁদের মতামত নিয়েই এই পদক্ষেপ করা হয়েছে। নির্বাচনের ব্যবস্থাপনা, যোগাযোগ ব্যবস্থা সুবিধা, আবহাওয়ার পূর্বাভাস-সহ বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে। ভোট পিছনোর দাবিতে আগেই আবেদন জানানো হয়েছিল একাধিক রাজনৈতিক দলের তরফে। তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। যদিও, এই লোকসভা কেন্দ্রে যাতায়াতের জন্য রাস্তাঘাটের বেহাল অবস্থা ও খারাপ আবহাওয়া একটা বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। ফলে প্রচারে বাধাবিঘ্ন সৃষ্টি হয়েছে। সেই কারণেই এই সিদ্ধান্ত নিল কমিশন।

আরও পড়ুন- গদি বাঁচাতে ধর্মই ভরসা! মোদির নিন্দায় সরব দেশবাঁচাও গণমঞ্চ

Previous articleগদি বাঁচাতে ধর্মই ভরসা! মোদির নিন্দায় সরব দেশবাঁচাও গণমঞ্চ
Next article‘পালাল শুভেন্দু’! ফাঁকা সভা দেখে ফেরত গেলেন বিরোধী দলনেতা, কটাক্ষ তৃণমূলের