আজ মালদহ-বহরমপুরে জোড়া সভা মমতার, প্রসূনের সমর্থনে প্রচার অভিষেকের

তৃতীয় দফার ভোটের প্রচার রাজ্যে এখন তুঙ্গে। মালদহ (Maldah) ও মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় ভোটের প্রচারে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার মালদহ দক্ষিণের তৃণমূল প্রার্থী (TMC Candidate) শাহনওয়াজ আলি রাইহানের সমর্থনে সভা করবেন তৃণমূল নেত্রী। এরপর এদিন মুখ্যমন্ত্রীর গন্তব্য বহরমপুর। এই লোকসভায় তৃণমূলের প্রার্থী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। তাঁর হয়েও এদিন প্রচার করবেন তিনি। এই আসনে বহরমপুরে বাম-কংগ্রেসের জোটের প্রার্থী হয়েছেন পাঁচ বারের সাংসদ অধীর চৌধুরী।

অন্যদিকে এদিন মালদহে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করবেন তিনি। তবে এদিন মমতা ও অভিষেকের সভা ঘিরে নেতা-কর্মীদের উৎসাহ তুঙ্গে।

Previous article‘পালাল শুভেন্দু’! ফাঁকা সভা দেখে ফেরত গেলেন বিরোধী দলনেতা, কটাক্ষ তৃণমূলের
Next articleলোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না প্রিয়াঙ্কা! আমেঠি-রায়বরেলী চিন্তা বাড়ছে কংগ্রেসের