Monday, November 17, 2025

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের বৈঠক শুরু আর একটু পরেই

Date:

আর কিছুক্ষণ পর দুপুর তিনটেয় শুরু হতে চলেছে প্রধানমন্ত্রীর সঙ্গে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের ভিডিও কনফারেন্স। লকডাউন পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হওয়ার কথা। করোনা সংকটের পরিস্থিতিতে লকডাউনের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে মুখ্যমন্ত্রীদের মতামত ও প্রস্তাব জানবেন প্রধানমন্ত্রী।

করোনা হটস্পট ও কনটেনমেন্ট জোন বাদ দিয়ে ধাপে ধাপে লকডাউন উঠিয়ে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে স্বাভাবিক করতে চায় কেন্দ্র সরকার। কিন্তু জীবিকা ও অর্থনীতিকে স্বাভাবিক করতে গিয়ে করোনা সংক্রমণ যাতে বাড়তি গতি না পায় তা নিশ্চিত করাটাও চ্যালেঞ্জ। এই পরিপ্রেক্ষিতে তৃতীয় দফা লকডাউনের শেষ পর্বে আজ ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

করোনা সংকটের আবহে মার্চের পর থেকে এটি মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর পঞ্চম ভিডিও কনফারেন্স। বৈঠকের মূল আলোচ্য ধাপে ধাপে লকডাউন তুলে অর্থনৈতিক কাজকর্ম স্বাভাবিক করা এবং একইসঙ্গে তা করতে গিয়ে সংক্রমণ যাতে আরও ছড়িয়ে না পড়ে সে সম্পর্কে সতর্ক থাকা। কেন্দ্র বা রাজ্য, কোনও সরকারই চায় না এতদিন লকডাউনের সুফল কোনও ভুল পদক্ষেপের জন্য বানচাল হোক। আবার পরিযায়ী শ্রমিকরা নিজেদের রাজ্যে ফিরে আসার পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অর্থনীতিকে স্বাভাবিক করার চেষ্টা না হলে বড় বিপদ তৈরি হবে। ফলে দুইয়ের মধ্যে ভারসাম্য রেখেই চলতে হবে সরকারকে। তবে সরকারি সূত্রে খবর, মুম্বই, দিল্লি, আমেদাবাদ, চেন্নাইয়ের মত দেশের মূল অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রগুলি করোনা সংক্রমণের হটস্পট হয়ে ওঠায় চিন্তায় প্রধানমন্ত্রীও।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version