Sunday, May 4, 2025

করোনার অজুহাতে সময়ের আগেই চুক্তি বাতিল লাল-হলুদের, এআইএফএফতে ফুটবলাররা

Date:

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে এ রাজ্যে চলছে লকডাউন । আজ সোমবার ৪৮ দিনে পড়ল লকডাউন । এর জেরে গোটা রাজ্যে সব খেলা বন্ধ আছে । এবার জরুরী অবস্থা ঘোষণার মধ্য দিয়ে সময়ের আগেই খেলোয়াড়দের সঙ্গে চুক্তি বাতিল করল লাল-হলুদের বিনিয়োগকারী কোয়েস কর্প। সময়ের আগেই করোনার জেরে ‘ফোর্স ম্যাজুর’ শব্দ ব্যবহার করে খেলোয়াড়দের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানিয়েছে তারা।
এরপরই খেলোয়াড়দের আবেদনের ভিত্তিতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে অভিযোগ জানিয়েছে দ্যা ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনস অফ ইন্ডিয়া।
এমনকি আই লিগের বাকি ম্যাচ না খেলার জন্য বেতন না দেওয়া সম্ভব নয় বলে ফুটবলারদের জানিয়েছে ইস্টবেঙ্গল।
এফপিএআই-এর এক আধিকারিক বলেছেন, “ আমাদের কাছে ইতিমধ্যেই প্রায় ১২ জন অভিযোগ করেছেন। আমরা তাঁদের চুক্তিগুলি খতিয়ে দেখছি।
যদিও এফপিএআই ফুটবলারদের সমর্থন টুইটার হ্যান্ডেলে লিখেছে, “মহামারীর কারণ দেখিয়ে কোনও ক্লাব এভাবে খেলোয়াড়দের সঙ্গে অসময়ে চুক্তি শেষ করে দিতে পারে না। এই বিষয়টিতে পারস্পরিক সম্মতি থাকতে হবে এবং খেলোয়াড়দেরও এই বিষয়ে একমত হতে হবে”।
ইস্টবেঙ্গল ক্লাব জানিয়েছে, স্পনসর কোয়েসের সিদ্ধান্ত মেনেই তাঁদের এভাবে চুক্তি শেষ করে দিতে হয়েছে। চুক্তি অনুযায়ী চলতি মরশুমের শেষ পর্যন্ত ফুটবলারদের বেতন দেওয়ার দায় কোয়েসের। ইস্টবেঙ্গল কর্তাদের দাবি, কোয়েসের সঙ্গে মে মাসের শেষ পর্যন্ত চুক্তি আছে তাঁদের। যদিও কোয়েস কর্তারা তাঁর আগেই দায় ঝেড়ে ফেলতে চাইছে।
কোয়েস এর সিইও সঞ্জিত সেন ইতিমধ্যেই চিঠি দিয়ে ইস্টবেঙ্গল কে জানিয়েছেন, ফুটবলারদের মে মাসের বেতন তারা দেবে না। এপ্রিলেই শেষ। এই ঘোষণার পরেই ক্ষোভে ফেটে পড়েন ফুটবলাররা।

Related articles

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...
Exit mobile version