কেন করোনায় মহিলাদের চেয়ে বেশি আক্রান্ত পুরুষরা?

গোটা বিশ্বেই করোনায় আক্রান্ত হওয়ার হার মহিলাদের চেয়ে পুরুষদের মধ্যে তুলনামূলকভাবে বেশি। এর জন্য ACE2 নামে একটি বিশেষ এনজাইম বা উৎসেচক দায়ী বলে নতুন তথ্য উঠে এসেছে। এই উৎসেচকের মাত্রা মহিলাদের চেয়ে পুরুষদের শরীরে বেশি থাকে। এই উৎসেচক করোনা সংক্রমণে সক্রিয় ভূমিকা নেয়। এই উৎসেচক পুরুষদের শরীরে অধিক মাত্রায় থাকার জন্যই পুরুষরা মহিলাদের তুলনায় বেশি করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। নেদারল্যান্ডসের বিজ্ঞানীদের গবেষণায় প্রকাশিত তথ্য।

 

Previous articleএক ঘণ্টায় শেষ ট্রেনের প্রথম সাতদিনের টিকিট
Next articleতিন মিনিটেই টিকিট শেষ দিল্লি-হাওড়া স্পেশাল ট্রেনের ভাড়া জানেন?