এক ঘণ্টায় শেষ ট্রেনের প্রথম সাতদিনের টিকিট

বাড়ি ফেরার তাগিদ যে কতটা তার প্রমাণ মিলল প্রথমদিন ট্রেনের টিকিট বুকিং-এ। সন্ধে ছটা থেকে অনলাইনে টিকিট বুকিং শুরু হয়। আর 7 টার মধ্যেই দিল্লি-হাওড়া রুটে প্রথম সাত দিনের যাতায়াতের সব টিকিট বুক হয়ে যায়।

রেল মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী, মাত্র 7 দিনে অগ্রিম টিকিট বুক করা যাবে। সেইমতো দিল্লি-হাওড়া রুটে ছটা থেকে বুকিং শুরু করেন নেটিজেনরা। প্রথম 15 মিনিটে শেষ হয়ে যায় প্রথমদিনের বুকিং। আর এক ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায় সাতদিনের সব টিকিট। সাতদিন পরের টিকিট কাটার জন্য আবার অপেক্ষা করতে হবে মঙ্গলবার বুকিং চালু হওয়া পর্যন্ত।

Previous articleঅনলাইন ট্রেন-টিকিট: হুড়োহুড়িতে বসে গেল সাইট, বুকিং-এ দেরি দু’ঘণ্টা
Next articleকেন করোনায় মহিলাদের চেয়ে বেশি আক্রান্ত পুরুষরা?