রাত পোহালেই যাত্রা শুরু যাত্রীবাহী ট্রেনের! দেখুন পূর্ণাঙ্গ সময়সূচি

আর কয়েক ঘন্টার অপেক্ষা। রাত রাত পোহালেই চলবে যাত্রীবাহী ট্রেন! মুহূর্তে শেষ অনলাইন বুকিং। নয়াদিল্লি স্টেশন থেকে দেশের বিভিন্ন রাজ্যে চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন।

এই মর্মে, আজ সোমবার রেলের তরফে ওই ট্রেনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। কখন ছাড়বে, কোথায় থামবে তার বিস্তারিত রয়েছে ওই তালিকায়। আপাতত ১৫ জোড়া ট্রেন চালানো হবে। পশ্চিমবঙ্গে হাওড়া পর্যন্ত ট্রেন আসবে এবং যাবে।

একনজরে দেখে নিন কোন স্টেশন থেকে কখন ছাড়বে স্পেশাল ট্রেন—

Previous articleপুলিশের হয়ে গান লিখলেন মুখ্যমন্ত্রী, আপ্লুত লালবাজার
Next articleব্রেকফাস্ট নিউজ