Saturday, November 15, 2025

এ সপ্তাহেই লক্ষ ছাড়াবে, এত শিথিলতা কেন ? কণাদ দাশগুপ্তর কলম

Date:

কণাদ দাশগুপ্ত

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক মঙ্গলবার, ১২ মে, সকাল ৮টায় জানিয়েছে, আপাতত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭০,৭৫৬, মৃত্যু হয়েছে ২২৯৩ জনের৷

গত ৬ মে, ঠিক ৭ দিন আগে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক’ই জানিয়েছিলো দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪৯,৩৯১ এবং মৃত্যু হয়েছে ১৬৯৪ জনের৷

৭ দিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ২১, ৩৬৫ এবং ৭ দিনে মৃত্যু হয়েছে ৫৯৯ জনের৷

এই হিসাবই বলছে, তিন-তিন দফার লকডাউনেও লাগাম লাগেনি করোনার গলায়৷ যে গতিতে এগোচ্ছে, তাতে সর্বস্তরেই আশঙ্কা, চলতি সপ্তাহেই ভারতে আক্রান্তের সংখ্যা লক্ষ ছাড়িয়ে যাবে৷ সেই অনুপাতে সপ্তাহের শেষে মৃতের সংখ্যা ছুঁয়ে ফেলতে পারে ৩ হাজারের গণ্ডি৷

পরিস্থিতি যথেষ্টই আতঙ্কজনক৷ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনার প্রকোপ কমেনি, এক জায়গায় এসে থেমেও নেই, সংক্রমণের গ্রাফ এখনও উর্ধ্বমুখী৷ তাহলে কিসের ভিত্তিতে একের পর এক আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র ? কোন যুক্তিতে এখনই ট্রেন-বিমান চালু করা হলো ? কেন একের পর এক ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ? কেন্দ্র এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে কোন তথ্য বা সমীক্ষার ভিত্তিতে ? কোনও রাজ্যের ঘাড়ে দায় চাপিয়ে, নিজের হাত ধুয়ে ফেলার কেন্দ্রের ছক তো এখনই ধরা পড়ে যাচ্ছে৷
প্রথম লকডাউন ঘোষণা করার সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, “করোনার মোকাবিলায় আমাকে ২১ দিন সময় দিন৷ ২১ দিন লকডাউন থাকবে৷” গোটা দেশ এতে সহমত প্রকাশ করে৷ পরবর্তীকালে আরও দু’দফায় লকডাউন বৃদ্ধি পায়৷ করোনা যুদ্ধে দেশ এখন লকডাউন এর তৃতীয় ধাপে রয়েছে। কিন্তু পরিস্থিতি যে এখনও বিন্দুমাত্র নিয়ন্ত্রণে আসেনি,বরং ক্রমাগত পরিস্থিতি খারাপের দিকেই এগোচ্ছে, তা কঠোর বাস্তব৷ মহারাষ্ট্র, গুজরাত,দিল্লি, তামিলনাড়ু, মধ্যপ্রদেশের অবস্থা গোটা দেশকে সন্ত্রস্ত করে তুলেছে৷ চেন্নাই থেকেও সংক্রমণ ছড়াচ্ছে৷ শহরের কোয়েমবেডু সবজি এবং ফল বাজারকে ইতিমধ্যে হটস্পট ঘোষণা করে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রের অজানা নয়, দেড় হাজারের বেশি মানুষ এই বাজার থেকেই সংক্রামিত হয়েছেন। মঙ্গলবার গোটা দেশে আক্রান্তের সংখ্যা ৭০,৭৫৬৷ চিকিৎসক এবং বিশেষজ্ঞদের দাবি, চলতি সপ্তাহেই সংক্রমণ লক্ষের ঘরে ঢুকে পড়বে৷ কেন্দ্রের তথ্য, মাত্র 11 দিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। এপ্রিলে এই সংক্রমণ তুলনায় হয়তো কিছুটা নিয়ন্ত্রণে ছিলো৷ মে মাসে আক্রান্তের সংখ্যা লাফ দিয়ে বেড়ে চলেছে৷ এবং মাথায় রাখতে হবে, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা, বিদেশ থেকে আটকে থাকা ভারতীয়দের উড়িয়ে আনা বা ট্রেন-বাস চালু হওয়ার আগেই দেশে করোনা আরও জাঁকিয়ে বসেছে৷
তাহলে, এই উড়ান,ট্রেন, বাস চালু-পরবর্তী পর্যায়ে দেশের পরিস্থিতি কোথায় যাবে, তা তো প্রধানমন্ত্রীও জানেন না৷

বাংলাকে নিয়ে বিরোধীদের অভিযোগ, এখানে নাকি লকডাউন মানা হয় নি৷ রাজ্য সরকার নাকি করোনা নিয়ে সঠিক তথ্য দেয় নি।
যদি ধরে নেওয়া যায়, এই অভিযোগ ঠিক, তাহলে বলতে হয়, মহারাষ্ট্র, গুজরাত,দিল্লি, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশের বিরুদ্ধে তো এই ধরনের অভিযোগই নেই, তাহলে ওই সব রাজ্যের মেরুদণ্ড করোনা এভাবে ভেঙ্গে দিলো কেন ? ওই রাজ্যগুলির থেকেও কি বাংলার করোনা পরিস্থিতি খারাপ ? কেন্দ্রের তথ্য কি বলছে ?

ভারতের করোনা পরিস্থিতি যে ক্রমাগত খারাপের দিকেই এগোচ্ছে তা একপ্রকার নিশ্চিত বিশেষজ্ঞরা৷ কেন্দ্রকে আজ বা কাল স্বীকার করতেই হবে, দেশের পরিস্থিতি সন্তোষজনক নয়৷ তাহলে লকডাউন শিথিল করা, উড়ান, ট্রেন, বাস ইত্যাদি চালানো, দোকান বাজার, শিল্প ইত্যাদি চালু করা বা ছাড় দেওয়া নিয়ে কেন্দ্র কঠোর হতে পারছে না কেন ? এসব আত্মঘাতী সিদ্ধান্তের দায় নিতে কেন্দ্রীয় সরকার তৈরি আছে নিশ্চয়ই ?

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version