Sunday, November 9, 2025

টিকিয়াপাড়ার ছায়া বারুইপুরে! লকডাউন বিধি রক্ষা করতে গেলে পুলিশের উপর হামলা

Date:

হাওড়ার টিকিয়াপাড়ার পর এবার দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর। কর্তব্য পালনে গেলে বাধার সৃষ্টি-আক্রমণ। রাজ্যে ফের পুলিশের উপর হামলা। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। আজ, মঙ্গলবার বারুইপুর থানা এলাকার ক্ষিরিশতলায় কোয়ারেন্টাইন সেন্টারের বাইরে টহল দেওয়ার সময় আক্রান্ত হল পুলিশ।

অভিযোগ, ভাঙচুর করা হয়েছে পুলিশের একাধিক গাড়িও। এই ঘটনায় কমপক্ষে ৫ জন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশের উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।

ঘটনার সূত্রপাত গতকাল সোমবার রাতে। এলাকায় দু’জনের করোনা উপসর্গের খবর মেলে। তৎপর হয়ে ওঠে পুলিশ। বাড়তে থাকে নজরদারি। লকডাউন ভঙ্গ করে একটি চায়ের দোকানে আড্ডা দেখে পুলিশ তা তুলে দেয়। এরপর আজ, মঙ্গলবার সকালে ওই এলাকার একটি কোয়ারেন্টাইন সেন্টারের বাইরে টহলরত পুলিশের উপর হামলা চালায় এলাকার বেশকিছু মানুষ। পুলিশের অভিযোগ লকডাউন বিধি রক্ষা করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয় তাদের। এরপর কড়া পদক্ষেপ নিতে গেলে পাল্টা আক্রমণ করে এলাকাবাসীদের একাংশ। পুলিশকে লক্ষ্য করে মুড়ি-মুড়কির মতো ইট-পাথর ছুড়তে থাকে তারা। ইটের আঘাতে একদিক পুলিশ কর্মী আহত হয়।

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে পুলিশ-সহ বিভিন্ন মহলে। করোনা যুদ্ধে পরিবার-পরিজন ছেড়ে যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে বুক চিতিয়ে সামনে থেকে লড়াই করছে, তাঁদের উপর বারবার হামলার ঘটনা। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

এরপর বারুইপুরের এসডিপিও অভিক মজুমদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। নামানো হয় ব়্যাফ. তল্লাশি চালিয়ে আটক করা হয় ঘটনায় জড়িত অভিযুক্তদের।

Related articles

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...
Exit mobile version