Saturday, August 23, 2025

টিকিয়াপাড়ার ছায়া বারুইপুরে! লকডাউন বিধি রক্ষা করতে গেলে পুলিশের উপর হামলা

Date:

হাওড়ার টিকিয়াপাড়ার পর এবার দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর। কর্তব্য পালনে গেলে বাধার সৃষ্টি-আক্রমণ। রাজ্যে ফের পুলিশের উপর হামলা। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। আজ, মঙ্গলবার বারুইপুর থানা এলাকার ক্ষিরিশতলায় কোয়ারেন্টাইন সেন্টারের বাইরে টহল দেওয়ার সময় আক্রান্ত হল পুলিশ।

অভিযোগ, ভাঙচুর করা হয়েছে পুলিশের একাধিক গাড়িও। এই ঘটনায় কমপক্ষে ৫ জন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশের উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।

ঘটনার সূত্রপাত গতকাল সোমবার রাতে। এলাকায় দু’জনের করোনা উপসর্গের খবর মেলে। তৎপর হয়ে ওঠে পুলিশ। বাড়তে থাকে নজরদারি। লকডাউন ভঙ্গ করে একটি চায়ের দোকানে আড্ডা দেখে পুলিশ তা তুলে দেয়। এরপর আজ, মঙ্গলবার সকালে ওই এলাকার একটি কোয়ারেন্টাইন সেন্টারের বাইরে টহলরত পুলিশের উপর হামলা চালায় এলাকার বেশকিছু মানুষ। পুলিশের অভিযোগ লকডাউন বিধি রক্ষা করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয় তাদের। এরপর কড়া পদক্ষেপ নিতে গেলে পাল্টা আক্রমণ করে এলাকাবাসীদের একাংশ। পুলিশকে লক্ষ্য করে মুড়ি-মুড়কির মতো ইট-পাথর ছুড়তে থাকে তারা। ইটের আঘাতে একদিক পুলিশ কর্মী আহত হয়।

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে পুলিশ-সহ বিভিন্ন মহলে। করোনা যুদ্ধে পরিবার-পরিজন ছেড়ে যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে বুক চিতিয়ে সামনে থেকে লড়াই করছে, তাঁদের উপর বারবার হামলার ঘটনা। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

এরপর বারুইপুরের এসডিপিও অভিক মজুমদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। নামানো হয় ব়্যাফ. তল্লাশি চালিয়ে আটক করা হয় ঘটনায় জড়িত অভিযুক্তদের।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version