Tuesday, November 11, 2025

টিকিয়াপাড়ার ছায়া বারুইপুরে! লকডাউন বিধি রক্ষা করতে গেলে পুলিশের উপর হামলা

Date:

হাওড়ার টিকিয়াপাড়ার পর এবার দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর। কর্তব্য পালনে গেলে বাধার সৃষ্টি-আক্রমণ। রাজ্যে ফের পুলিশের উপর হামলা। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। আজ, মঙ্গলবার বারুইপুর থানা এলাকার ক্ষিরিশতলায় কোয়ারেন্টাইন সেন্টারের বাইরে টহল দেওয়ার সময় আক্রান্ত হল পুলিশ।

অভিযোগ, ভাঙচুর করা হয়েছে পুলিশের একাধিক গাড়িও। এই ঘটনায় কমপক্ষে ৫ জন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশের উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।

ঘটনার সূত্রপাত গতকাল সোমবার রাতে। এলাকায় দু’জনের করোনা উপসর্গের খবর মেলে। তৎপর হয়ে ওঠে পুলিশ। বাড়তে থাকে নজরদারি। লকডাউন ভঙ্গ করে একটি চায়ের দোকানে আড্ডা দেখে পুলিশ তা তুলে দেয়। এরপর আজ, মঙ্গলবার সকালে ওই এলাকার একটি কোয়ারেন্টাইন সেন্টারের বাইরে টহলরত পুলিশের উপর হামলা চালায় এলাকার বেশকিছু মানুষ। পুলিশের অভিযোগ লকডাউন বিধি রক্ষা করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয় তাদের। এরপর কড়া পদক্ষেপ নিতে গেলে পাল্টা আক্রমণ করে এলাকাবাসীদের একাংশ। পুলিশকে লক্ষ্য করে মুড়ি-মুড়কির মতো ইট-পাথর ছুড়তে থাকে তারা। ইটের আঘাতে একদিক পুলিশ কর্মী আহত হয়।

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে পুলিশ-সহ বিভিন্ন মহলে। করোনা যুদ্ধে পরিবার-পরিজন ছেড়ে যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে বুক চিতিয়ে সামনে থেকে লড়াই করছে, তাঁদের উপর বারবার হামলার ঘটনা। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

এরপর বারুইপুরের এসডিপিও অভিক মজুমদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। নামানো হয় ব়্যাফ. তল্লাশি চালিয়ে আটক করা হয় ঘটনায় জড়িত অভিযুক্তদের।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version