আজ, ১২ মে। আন্তর্জাতিক সিস্টার দিবস। সেই উপলক্ষে কলকাতার SSKM হাসপাতালের নার্সদের পুষ্প-বৃষ্টিতে বরণ INTUC সেবা দলের স্বেচ্ছাসেবকরা।

এ বছর আন্তর্জাতিক সিস্টার দিবসের প্রেক্ষিত বা মাহাত্ম্য আলাদা। মারণ ভাইরাস কোভিড-১৯ গোটা বিশ্বকে গ্রাস করেছে। তার বিরুদ্ধে পরিবার-পরিজন ছেড়ে জীবনের বাজি রেখে একেবারে ফ্রন্ট লাইন থেকে বুক চিতিয়ে লড়ছেন নার্স-সিস্টারা। একইভাবে লড়াই করছেন চিকিৎসক-স্বাস্থ্য কর্মী ও সাফাইকর্মীরা তাঁদের সকলের মনোবল বাড়াতে এবং কুর্নিশ জানতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা।