বুধবার থেকে চলবে বাস এবং অ্যাপ ক্যাব, পরিষেবা কোথায় কোথায় জেনে নিন

আগামীকাল অর্থাৎ বুধবার থেকে ১৫ টি রুটে চলবে সরকারি বাস। তবে কুড়ি জনেরও বেশি যাত্রী নেওয়া যাবেনা বলে জানিয়েছে রাজ্য সরকার। তবে কনটেইনমেন্ট জোনে একেবারেই চলবে না বাস।

⚫ হাওড়া থেকে কামালগাজি রুটে চলবে S24

⚫ হাওড়া থেকে নিউটন পর্যন্ত চলবে S12 রুটের বাস

⚫ হাওড়া থেকে গড়িয়া পর্যন্ত চলবে S7, S5 রুটের বাস

⚫ হাওড়া থেকে ঠাকুরপুকুর S12D বাস

⚫ হাওড়া থেকে বারাইপুর রুটে চলবে C26 বাস

⚫ এসপ্ল্যানেড থেকে আমতলা রুটে চলবে C37 বাস

⚫ ডানলপ বালিগঞ্জের মধ্যে চলবে S9A

⚫ যাদবপুর থেকে করুনাময়ী রুটে চলবে S9 বাস

⚫ জোকা থেকে বারাসতে চলবে C8 বাস

⚫ উল্টোডাঙা থেকে সল্টলেক সেক্টর ফাইভে চলবে ST7 রুটের বাস

⚫ বারাসাত থেকে গড়িয়ায় চলবে S37

⚫ টালিগঞ্জ করুণাময়ী থেকে নিউটাউন চলবে ST6

তবে করোনা সংক্রমণ এড়াতে কোনও বাসেই কুড়ি জনের বেশি যাত্রী নেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়েছে পরিবহন দফতর।

বুধবার থেকে বাসের পাশাপাশি শর্তসাপেক্ষে চালু হচ্ছে অ্যাপ ক্যাবও। কলকাতা, বিধাননগর বারাকপুর, হাওড়াতেও চলবে অ্যাপ ক্যাব। তবে এখনই ঢালাও ছাড় দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সংক্রমণ এড়াতে অ্যাপ ক্যাবে দুজনের বেশি কোন মতেই নয়। ক্যাবের পিছনের আসনেই বসতে হবে দুজন যাত্রীকে। চালকের মাস্ক, গ্লাভস এবং ফেস শিল্ড বাধ্যতামূলক। শুধু তাই নয় ক্যাবের মধ্যে রাখতে হবে স্যানিটাইজারও। কন্টেইনমেন্ট জোনে কোনমতেই চালানো যাবে না অ্যাপ ক্যাব। রাজ্যের নির্দেশিকায় বলা হয়েছে, যে কেউ চাইলেই অ্যাপ ক্যাব ব্যবহার করতে পারবেন না। রোগী, রোগীর পরিবার, সরকারি এবং বেসরকারি কর্মীদের জন্য শুধুমাত্র অ্যাপ ক্যাব। তার জন্য বাধ্যতামূলক ই-পাস।

Previous articleআন্তর্জাতিক সিস্টার দিবসে পুষ্প-বৃষ্টিতে বরণ করোনাযোদ্ধা নার্সদের
Next article“চিনকে জিজ্ঞেস করুন” বলে সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন ট্রাম্প