লকডাউন বজায় রেখেই কোথায় কোথায় ছাড় থাকছে রাজ্যে

লকডাউন বজায় রেখেই কোথায় কোথায় ছাড় থাকছে তার একটি রুপরেখা মঙ্গলবার নবান্নে হাজির করেন মুখ্যমন্ত্রী। সেগুলি হলো…

১. সকাল ৬টা থেকে দুপুর ১২টা অবধি দোকান খোলা থাকুক

২. রেস্তোরাঁ-হোটেল খোলা হোক। কিন্তু কেউ বসে খাবেন না। খাবার নিয়ে চলে যান

৩. চা বাগান এবং কৃষি কাজের উপর আগেই ছাড় দেওয়া হয়েছে এবং তা বজায় থাকছে

৪. ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক দোকানে ছাড়। এছাড়া মোবাইল রিপেয়ারিং দোকানও খোলা থাকবে

৫. তাঁত শিল্প, খাদি বাজার, নির্মাণ শিল্প, উদ্যান পালনে ছাড়

Previous articleমুষ্টি ভিক্ষায় তৈরি হয়েছিল ব্যতিক্রমী স্কুল, মিমির উদ্যোগে এবার দুঃস্থ মানুষের পাশে স্টুডেন্ট অ্যাকাডেমি
Next articleলকডাউনের ৪৯ দিনের মাথায় জাতির উদ্দেশে তাঁর পঞ্চম ভাষণে প্রধানমন্ত্রী যা বললেন…