চলতি সপ্তাহেই কলকাতা- সহ ৬৯ জেলায় গোষ্ঠী-সংক্রমণ যাচাই করবে ICMR

এই প্রথম কলকাতায় করোনা-সংক্রান্ত সমীক্ষায় নামছে কেন্দ্রীয় সংস্থা lCMR বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ৷

করোনভাইরাস ইতিমধ্যেই গোষ্ঠী-সংক্রমণ বা কমিউনিটি ট্রান্সমিশন পর্যায়ে পৌঁছেছে কিনা তা যাচাইয়ের জন্য এই প্রথম দেশজুড়ে সমীক্ষা করবে ICMR বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ ৷ এই সমীক্ষা চলতি সপ্তাহেই শুরু হবে এবং 10 দিনের মধ্যে শেষ হবে।

◾ এই সমীক্ষা হবে দেশের ২১ টি রাজ্যের মোট ৬৯ টি জেলায়৷

◾ প্রতিটি জেলা থেকে ৪০০ নমুনা সংগ্রহ করা হবে৷

◾ প্রতিটি পরিবার থেকে একটি করে নমুনা সংগ্রহ করা হবে।

◾ জেলাস্তরে এই সমীক্ষার আওতায় আনা হবে ২৪ হাজারের বেশি প্রাপ্তবয়স্ককে৷

◾ জেলাগুলির তালিকায় আছে চেন্নাই, বেঙ্গালুরু আরবান, কলকাতা এবং দিল্লি সংলগ্ন গৌতম বুদ্ধ নগর৷

◾ দিল্লি, মুম্বই এবং পুনে শহরকে এই তালিকায় রাখা হয়নি৷

◾ ICMR জানিয়েছে, করোনা সংক্রমণের চরিত্র জানার জন্য এই সমীক্ষা খুবই গুরুত্বপূর্ণ ৷

◾ ICMR সূত্রের খবর, পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি-র সহযোগিতায় এই সমীক্ষা পরিচালিত হবে।

Previous articleলকডাউন: হিন্দমোটরে বসল ১ টাকার হাট
Next articleআত্মনির্ভর ভারত গড়ার সংকল্প, মোদির ভাষণে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা