রাজ্য সরকারে ক্ষমতা আসার ৯ বছর পূর্তিতে বিজেপি ও কেন্দ্রকে তুলোধোনা করলেন মমতা। তিনি বলেন,” কেন্দ্র কোনো কাজ করছে না। শুধু ভাঁওতা দিচ্ছে। আর বিজেপির কাজ দাঙ্গা, ফেক নিউজ আর কুৎসা।”
কীভাবে ভুয়ো ভোটার খোঁজা। সেই সঙ্গে সঠিক ভোটারদের ভোটার তালিকায় (voter list) নাম থাকাকে নিশ্চিত করা। সেই কাজ তৃণমূলের তৃণমূলস্তরের নেতাদের কাঁধেই দিয়েছিলেন দলনেত্রী...
শান্তিনিকেতনের দোল নিয়ে রাজ্য সরকার যেখানে পরিবেশ রক্ষা ও সাধারণ মানুষের দোল উদযাপনের ভারসাম্য বজায় রেখে পদক্ষেপ নিয়েছে, সেখানে সোনাঝুরির (Sonajhuri) দোল নিয়েই কুকথা...