কেরালায় শ্রমিকের কাজ করতেন। গত ৯ মে সেখানেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ইকবাল মন্ডল। আদতে মুর্শিদাবাদের ডোমকল পুরসভার দু’নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি।
রাজ্য সরকার সহ মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান ও ডোমকল পুরসভার চেয়ারম্যান জাফিকুল ইসলামের উদ্যোগে মঙ্গলবার মৃতদেহ আনা হয় তাঁর বাড়িতে। কান্নায় ভেঙ্গে পড়ে আত্মীয়-স্বজন, গ্রামের মানুষ। শোকের ছায়া গোটা এলাকায়। ডোমকল টাউন তৃনমূল সভাপতি কামরুজ্জামান মণ্ডল বলেন মৃতের পরিবারকে আমরা সব রকম সাহায্য করব।