ব্রিটিশ সুপ্রিম কোর্টে খারিজ আর্জি, ২৮ দিনের মধ্যে বিজয় মালিয়াকে ভারতে ফেরানো হবে

করোনা আবহে অন্য বড় খবর৷

২৮ দিনের মধ্যে ভারতে ফেরানো হতে পারে ঋণখেলাপি বিজয় মালিয়াকে। ব্রিটিশ সুপ্রিম কোর্ট ভারতের প্রত্যর্পণের আবেদনে সিলমোহর দিয়েছে৷ বৃহস্পতিবার লন্ডন হাইকোর্ট মালিয়ার আবেদন খারিজ করে দেয়। সব টাকা ফেরত দেওয়ার যে আর্জি এদিন বিজয় মালিয়া জানিয়েছিলো, তা শুনানির কয়েক মিনিটের মধ্যেই ব্রিটেনের আদালতে খারিজ হয়৷ তাই ২৮ দিনের মধ্যে ভারতে ফেরানো হতে পারে ঋণখেলাপি বিজয় মালিয়াকে। করোনা পরিস্থিতিতে সুযোগ খুঁজছিলেন ঋণ খেলাপি বিজয় মালিয়া। কিন্তু শেষ রক্ষা হল হল না। দেশে ফিরতেই হবে বিজয় মালিয়াকে। মালিয়ার আবেদন খারিজ হওয়ামাত্রই তাঁকে ভারতে ফেরানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সব প্রক্রিয়া শেষ করে ২৮ দিনের মধ্যেই বিজয় মালিয়াকে দেশে ফেরানো হবে। ব্রিটেন সরকারের তরফে মালিয়াকে প্রত্যর্পণের জন্য সবরকম সহযোগিতার কথা বলা হয়েছে।

Previous articleট্রেনের টিকিটে এবার গন্তব্য ঠিকানাও, কেন জানেন?
Next articleবিশিষ্ট সাহিত্যিক আনিসুজ্জামানের জীবনাবসান, দুই বাংলার সাহিত্য জগতে শোকের ছায়া