দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়ডা ও গাজিয়াবাদ যাওয়ার পরিষেবা দেবে উত্তরপ্রদেশ সরকার। কিন্তু তার ভাড়া শুনলেই চক্ষু চড়কগাছ হয়ে যাওয়ার মতো অবস্থা। যেখানে বিমানবন্দর থেকে ২৫০ কিলোমিটার যেতে ট্যাক্সিতে ভাড়া পড়বে ১০,০০০ টাকা। তারপর কিলোমিটারের হিসাবে বাড়বে ভাড়া। বিমানবন্দর থেকে মিলবে বাস পরিষেবা ও। জানা গিয়েছে ১০০ কিলোমিটার যেতে এসি বাসে আসন পিছু খরচ পড়বে ১,৩৫০ টাকা। অন্যদিকে, নন-এসি বাসে আসনপিছু খরচ হবে ১,০০০ টাকা।
