লকডাউন পর্বে প্রতিদিনের মতো আজ, বৃহস্পতিবারও সল্টলেকে নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিনও তিনি বেশ কয়েকটি বিষয় নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেন। একনজরে দেখে নিন আজ যা বললেন বিজেপি রাজ্য সভাপতি।

(১) তৃণমূলের অনেক বড় বড় পার্টি অফিস আছে, সেগুলোকে অবিলম্বে কোয়ারেন্টাইন সেন্টার করার দাবি জানাচ্ছি।

(২) বাসের ভাড়া ব্যাপক বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করছি। এক্ষেত্রে বাস মালিকদের দিকটা যেমন দেখা উচিত, সেরকম যাত্রীদের বিষয়টাও নজর রাখতে হবে। তা না হলে বাস চলবে অথচ যাত্রী হবে না। এটা কাম্য নয়।

(৩) রাজ্য সরকার অবশেষে অনুমতি দেওয়ায় কিছুদিনের মধ্যেই রাজ্যে বিশেষ ট্রেন আসবে শ্রমিকদের নিয়ে। এই পরিযায়ী শ্রমিকদের সঠিকভাবে স্বাস্থ্য পরীক্ষা, তাদের উপযুক্ত কোয়ারেন্টাইন সেন্টারে রাখার সমস্ত ব্যবস্থা সঠিক ভাবে করতে হবে রাজ্য সরকারকে। তা না হলে পশ্চিমবঙ্গের অবস্থা আরও খারাপ হবে।

(৪) রাজ্যে করোনার পর্যাপ্ত টেস্ট হচ্ছে না। রাজ্যের মাত্র দুটো সুপার স্পেশালিটি হাসপাতালে করোনা চিকিৎসা ঠিকমত হচ্ছে, বাকি জায়গাগুলোতে হচ্ছে না। আইসিএমআর অভিযোগ করছে, রাজ্য সরকার টেস্টের জন্য কোনও স্যাম্পেল পাঠাচ্ছে না।
(৫) শ্রম আইন যদি শ্রমিক বিরোধী হয় তাহলে সেটা পরিবর্তন করা দরকার। শ্রমিকদের স্বার্থ বিঘ্নিত করে কোনও আইন হতে পারে না।
