Thursday, May 15, 2025

তিন ‘টি’-এর চমকে তিন মাসে এক হাজারও আক্রান্ত নয় বেঙ্গালুরুতে

Date:

কর্নাটকে প্রথম করোনা ধরা পড়ে ফেব্রুয়ারি মাসে। সৌদি আরব ফেরত ৭৬ বছরের এক বৃদ্ধের আক্রান্ত হন। পরে মৃত্যু হয় তাঁর। তারপর থেকেই তৎপর হয়েছে রাজ্য প্রশাসন। গত তিন মাসে আক্রান্তের সংখ্যা হাজারও পেরোয়নি। শিল্প শহর বেঙ্গালুরুতে আক্রান্ত ১৮৮ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে আট জনের।

এই বিষয়ে ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকে (বিবিএমপি)-র পরিসংখ্যানে দেখা যাচ্ছে বেঙ্গালুরুর তুলনায় মুম্বইতে আক্রান্তের সংখ্যা ৮০ গুণ বেশি। কীভাবে রোধ করা গেল সংক্রমণ? তিন ‘টি’-এর চমক বলছেন বিবিএমপি কমিশনার অনীল কুমার। এক, কোভিড রোগী চিহ্নিত করা অর্থাৎ ট্রেস,
দুই, দ্রুত টেস্টিং এবং তিন, চিকিৎসা অর্থাৎ ট্রিটমেন্ট।

দেশজুড়ে লকডাউন শুরুর আগেই স্কুল কলেজ, আইটি অফিস বন্ধ করা হয়েছিল। সংক্রমণের ভয়ে ১৩ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয়। শহরের নানা প্রান্তে র‍্যাপিড টেস্টিং শুরু হয়। সংক্রমণ ধরা পড়লেই আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করা হয় রোগীদের। তাছাড়া সংক্রামিতদের সংস্পর্শে যারা এসেছেন তাঁদের চিহ্নিত করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। কন্টাইনমেন্ট জোন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে টেস্ট শুরু হয়। বিবিএমপি সূত্রে খবর, শহরের ১৯৮টি মিউনিসিপ্যাল ওয়ার্ডে ২৫ লক্ষের বেশি পরিবারের স্ক্রিনিং ও টেস্টিং করা হয়েছে।

Related articles

হাসপাতালে ভর্তি প্রভাত রায়, পরিচালকের সংক্রমণ নিয়ে বাড়ছে আশঙ্কা

গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায় (Director Prabhat Roy)। বেশ কিছু...

সংঘাত নয়, সুসংহত আন্দোলনেই হবে টেকনিশিয়ানদের মর্যাদা ও ন্যায্য দাবি আদায়, বার্তা স্বরূপের

বঞ্চনার প্রতিবাদে প্রযোজক ও পরিচালকদের একাংশের বিরুদ্ধে এবার সর্বভারতীয় স্তরে একযোগে প্রতিবাদে শামিল হয়েছেন টেকনিশিয়ানরা। টলিপাড়ার টেকনিশিয়ানদের দেখানো...

সুপ্রিম কোর্টকে ১৪ প্রশ্ন রাষ্ট্রপতির, সংবিধান সংকটে কঠিন পরীক্ষার মুখে প্রধান বিচারপতি

রাষ্ট্রপতির ১৪টি প্রশ্নে দেশে কার্যত সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই শপথ...

বিধায়ক তাপস সাহার প্রয়াণে মর্মাহত মুখ্যমন্ত্রী, শোকপ্রকাশ অভিষেকেরও

তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) প্রয়াণে শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...
Exit mobile version