Thursday, May 15, 2025

নতুন মামলায় ফাঁসলেন পলাতক নীরব মোদি৷ তাঁর বিরুদ্ধে চুরি ও খুনের হুমকির অভিযোগ এনেছে সিবিআই৷ এই অভিযোগ নিয়ে লন্ডন কোর্টের দ্বারস্থও হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, নীরব মোদির সংস্থার এক ডিরেক্টরের করা ভিডিও-অভিযোগের ভিত্তিতেই বিদেশের কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই আদালতেই নীরব মোদির প্রত্যর্পণের মামলা চলছে। সেই মামলার সঙ্গেই নতুন এই মামলা যুক্ত করলে সিবিআই।

নতুন এই মামলার সঙ্গে যুক্ত ভিডিও-তে দেখা গিয়েছে নীরব মোদি, তাঁর সংস্থার এক ডিরেক্টরকে খুন করার হুমকি দিচ্ছেন। পাশাপাশি তাঁকে ভুয়ো চুরির মামলায় ফাঁসানো হবে, এমন হুমকিও দেওয়া হয়েছে৷
জানা গিয়েছে, মোহনভাই লাড নামে সানসাইন জেমস লিমিটেডের মালিক এই অভিযোগ করেছেন। ২০১৮-এর জুনে তাঁকে নীরব মোদি ফোন করে হুমকি দিয়েছেন চুরির অভিযোগে ফাঁসানোর হবে। এমনকী খুন করা হবে মোহনভাইকে এমন অভিযোগও দায়ের করেছেন তিনি। তাঁর অভিযোগের প্রেক্ষিতে একটা অডিও ও ভিডিও বার্তা দাখিল করা হয়েছে সিবিআইকে। সেই প্রমাণ-সহ লন্ডন কোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, সানসাইন জেমস নীরব মোদির কোম্পানির ডামি সংস্থা। এদিকে, ইডি তদন্ত করে জানতে পেরেছে এমন একাধিক ডামি সংস্থা ছিল নীরব মোদির। যেগুলো দুবাই ও হংকংয়ে সক্রিয় ছিল।
অপরদিকে; ২০১৯ সালে স্কটল্যান্ড ইয়ার্ডের মাধ্যমে ব্রিটিশ স্বরাষ্ট্র দফতরে নীরব মোদির প্রত্যর্পণ আবেদন জমা পড়েছে। পিএনবি-ব্যাঙ্ক জালিয়াতির দায়ে ভারতীয় আদালতে বিচারাধীন নীরব মোদি। ইতিমধ্যে তাঁর প্রত্যর্পণ সংক্রান্ত মামলার শুনানি চলছে দক্ষিণ-পশ্চিম লন্ডনের একটি আদালতে। সেই আদালতে নতুন অভিযোগ নিয়ে দ্বারস্থ হয়েছে সিবিআই। এমনটাই বিদেশ মন্ত্রক সূত্রে খবর।

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...
Exit mobile version