মৎস্যজীবীদের জন্য সুখবর। শুক্রবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন ‘মৎস্য সম্পদ প্রকল্প’ -এর কথা। এরজন্য ২০হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এর মধ্যে ১১হাজার কোটি সমুদ্র ও আন্তর্জাতিক মৎস্য উৎপাদন প্রকল্পে আর বাকি ৯ হাজার কোটি টাকা পরিকাঠামো উন্নয়নে যাবে। এর ফলে ৫৫ লক্ষ কর্মসংস্থান হবে। ৭০ লাখ টন অতিরিক্ত উৎপাদন হবে। যা কমপক্ষে এক লক্ষ টন রফতানি বাড়িয়ে দেবে। হবে নতুন মৎস্য বন্দর।