স্নাতক ও স্নাতকোত্তর স্তরের শেষ সেমেস্টারের চূড়ান্ত পরীক্ষা হবে অনলাইনে। শুক্রবার পরীক্ষা কমিটির বৈঠকে এই প্রস্তাব দিয়েছেন ইঞ্জিনিয়ারিং-এর ডিন। আগামী সপ্তাহের মধ্যে সমস্ত বিভাগকে তাদের সিদ্ধান্তের কথা জানাতে বলেছেন তিনি।
লকডাউনের জেরে মার্চ থেকে বন্ধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। পিছিয়ে গিয়েছে শিক্ষাবর্ষ। যার ফলে চেনা ছন্দে লেখাপড়া ব্যাহত হচ্ছে। ইতিমধ্যে মধ্যে শুরু হয়েছে অনলাইন ক্লাস। তবে কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। এই অবস্থায় স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের শেষ সেমেস্টারের চূড়ান্ত পরীক্ষা অনলাইনে করতে চাইছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর, সব বিভাগকে নিজেদের মতামত আগামী সপ্তাহের মধ্যে জানাতে বলেছেন ডিন। হস্টেল, ক্লাসরুম-সহ গোটা ক্যাম্পাস জীবাণুমুক্ত করা, সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষার আয়োজন করা বেশ সময় সাপেক্ষ। তাই অনলাইনেই হতে চলেছে শেষ সেমেস্টারের চূড়ান্ত পরীক্ষা।