দেশের অর্থনীতি চাঙ্গা রাখতে লকডাউন শিথিল করা মারাত্মক হবে বলে সতর্ক করেছিলেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফসি। সেই সর্তকতাকে একেবারে উড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যান্টনি জানিয়েছিলেন, এই পরিস্থিতিতে স্কুল, কলেজ, অফিস খুললে রোগ আরও ভয়ঙ্কর আকার নিতে পারে। ট্রাম্পের বক্তব্য, “এই প্রস্তাব মানা যায় না। বিশেষ করে স্কুলের ক্ষেত্রে এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়।”
মার্কিন মুলুকে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৮৫ হাজারের বেশি মানুষের। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট মনে করেন, প্রবীণ শিক্ষক-শিক্ষিকাদের আগামী কয়েক সপ্তাহ ক্লাস নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু অল্প বয়সী শিক্ষকরা ক্লাস নিতে পারে। স্কুলে আসতে পারে পড়ুয়ারাও। তাঁর বক্তব্য, “পরিসংখ্যান অনুযায়ী বাচ্চাদের প্রাণের ঝুঁকি কম। বয়স্কদের আগে থাবা বসায় এই রোগ।” ইতিমধ্যেই ট্রাম্প একাধিক দেশকে লকডাউন তোলার ব্যাপারে উৎসাহ দিতে শুরু করেছেন। করোনা মোকাবিলায় মার্কিন সরকারের বিশেষ টাস্ক ফোর্সের শীর্ষে থাকা ফসি বলেন, লকডাউন শিথিল করলে মৃত্যু যেমন বাড়বে তেমন বাড়বে ভোগান্তিও। অল্প বয়স্কদের ঝুঁকি কম এমন ভাবনাও ভুল বলে মন্তব্য করেছেন তিনি।