করোনা সঙ্কট সামাল দিতে হিমশিম খাচ্ছে গোটা দেশ। এরইমধ্যে টাটা ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে রতন টাটা করোনা মোকাবেলায় ৫০০ কোটির অর্থসাহায্য দিয়েছিলেন। তবে তিনি অর্থসাহায্য দিয়েই থেমে থাকেননি। কোভিড ১৯ মোকাবেলায় ব্যবহৃত সরঞ্জাম দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়েছিলেন। এবার চারটি সরকারি হাসপাতালকে সম্পূর্ণ নিজেদের দায়িত্বে কোভিড সেন্টার হিসেবে গড়ে তুলছে টাটা ট্রাস্ট। আগামী ১৫ জুন থেকে হাসপাতালগুলিতে পরিষেবা দেওয়া হবে।
টাটা ট্রাস্টের চেয়ারম্যান রতন টাটা জানিয়েছেন, ‘এটা অত্যন্ত জরুরি সময়। আমাদের সকলের জন্যে এটা অত্যন্ত কঠিন এক চ্যালেঞ্জের সময়।’
সূত্রের খবর, মহারাষ্ট্রের সাংলিতে তৈরি করা হয়েছে ৫০ বেডের কোভিড হাসপাতাল। বুন্ধনাতে ১০৬ বেডের উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে ১৬৮ বেডের ও গোন্দাতে ১০৬ বেডের করোনা হাসপাতালের কাজ প্রায় শেষের পথে। এবং এই প্রতিটি হাসপাতালেই থাকবে ক্রিটিকাল কেয়ার ইউনিট, ছোট অপারেশন সেন্টার, প্যাথোলজি ও রেডিওলজি এবং ডায়ালিসিসের সুবিধা।