দ্বিচারিতা কেন করছেন শিলিগুড়ির মেয়র? প্রশ্ন তুললেন গৌতম দেব

শিলিগুড়ি পুরসভার মেয়াদ শেষ হচ্ছে রবিবার। তার আগে প্রশাসক বসানো নিয়ে জোর চর্চা। শুক্রবার, পূর্ত দফতরের বাংলোয় রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব জানান, সারা রাজ্যে যে আইনে প্রশাসক বসানো হচ্ছে ঠিক সেইভাবেই শিলিগুড়িতেও প্রশাসক বসবে।”যিনি বলছেন প্রশাসক হতে চান না তিনি নিজেই মেয়র পারিষদের নাম দিয়ে চিঠি পাঠিয়েছেন নবান্নে। দ্বিচারিতা কেন করছেন তা উনি জানেন” অশোক ভট্টাচার্যকে কটাক্ষ করে বলেন গৌতম।

Previous article১৬ মে দেশে করোনা সংক্রমণ বন্ধ হবে, নীতি আয়োগের পূর্বাভাসকে কটাক্ষ রাহুল গান্ধীর
Next articleলকডাউনের ফয়দা নিয়ে কেন্দ্র আসলে মানুষকে ঠকাচ্ছে : অভিজিৎ ঘোষের কলম