১৬ মে দেশে করোনা সংক্রমণ বন্ধ হবে, নীতি আয়োগের পূর্বাভাসকে কটাক্ষ রাহুল গান্ধীর

এবার নীতি আয়োগকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷

গত ২৩ এপ্রিল নীতি আয়োগ এক পূর্বাভাসে বলেছিলো, “১৬ মে-র পর দেশে নতুন করে করোনা ভাইরাস সংক্রমণ ঘটবে না৷” কেন্দ্রীয় সরকার করোনা সংক্রমণ রুখতে যে কৌশল নিয়েছে, তাতে ১৬ মে-র মধ্যে দেশে করোনা সংক্রমণ রুখে দেওয়া যাবে বলে দাবি করেছিল কেন্দ্রীয় সরকারের থিঙ্ক ট্যাঙ্ক৷ সেই পূর্বাভাসকেই তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ৷

ট্যুইটারে প্রাক্তন কংগ্রেস সভাপতি লিখেছেন, “নীতি আয়োগের জিনিয়াসরা আবার এটা করে দেখালেন৷ আমি আপনাদের নীতি আয়োগের সেই গ্রাফের কথা মনে করাতে চাই যেখানে দাবি করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের জাতীয় করোনা রণকৌশলের ফলে আগামীকাল, ১৬ মে-র পর দেশে আর নতুন করে কোনও করোনার সংক্রমণ ঘটবে না৷”

নীতি আয়োগের প্রকাশিত যে গ্রাফের কথা রাহুল গান্ধী উল্লেখ করেছেন, তাতে দাবি করা হয়েছিল এপ্রিলের শেষ সপ্তাহ থেকে দেশে করোনা সংক্রমণের হার নিম্নমুখী হবে এবং মে মাসের ১৬ তারিখের পর তা শূন্যে গিয়ে ঠেকবে৷

নীতি আয়োগের সেই পূর্বাভাসকে ভুল প্রমাণ করে দিয়ে দেশে করোনা সংক্রমণ কমার কোনও লক্ষণ নেই৷ এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৮২ হাজার ছুঁয়েছে৷ মৃতের সংখ্যা ২৬০০ ছাড়িয়েছে৷

Previous articleমুখ্যমন্ত্রীর ঘোষণার ১০৫ ট্রেনের কোনও খবর নেই কেন্দ্রের কাছে! দাবি দিলীপের
Next articleদ্বিচারিতা কেন করছেন শিলিগুড়ির মেয়র? প্রশ্ন তুললেন গৌতম দেব