Tuesday, November 11, 2025

‘বাইসাইকেল থিফ’: চিঠি লিখে ক্ষমা প্রার্থনা বাড়ি ফিরতে মরিয়া পরিযায়ী শ্রমিকের

Date:

কথায় বলে ঘরের টান! আর অসময়ে বাড়ি ফেরার চেষ্টা যে কতটা মরিয়া হতে পারে লকডাউনের তৃতীয় পর্যায়ে শেষের দিকে ভিন রাজ্যে কর্মরত শ্রমিকদের পদক্ষেপ থেকেই তা বোঝা গিয়েছে। তারাই চূড়ান্ত নিদর্শন মিলল রাজস্থানে। শেষ পর্যন্ত চুরি করতে বাধ্য হলেন এক পরিযায়ী শ্রমিক। কিন্তু তিনি স্বভাবসিদ্ধ তস্কর নন। তাই অনুশোচনায় ক্ষমা প্রার্থনা করে চিঠি লিখে যান ‘ বাইসাইকেল থিফ’।

লকডাউনে দেশের বিভিন্ন রাজ্যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের মতো আটকে পড়েছিলেন মহম্মদ ইকবাল। উত্তরপ্রদেশের বাসিন্দা ইকবাল রাজস্থানে শ্রমিকের কাজ করতেন। লকডাউনে রোজগার বন্ধ। সঙ্গে বিশেষভাবে সক্ষম সন্তান। কীভাবে বাড়ি ফিরবেন, তা ভেবে দুশ্চিন্তায় ছিলেন ইকবাল। বিকল্প আর কোনও পথ পেয়ে শেষে রাজস্থানে ভরতপুরে সাহাব সিংয়ের বাড়ি থেকে একটি সাইকেল চুরি করেন তিনি।
কিন্তু সাইকেলটি নেওয়ার পরেই অনুশোচনা হয় তাঁর। মালিকের উদ্দেশ্যে একটি চিঠি লিখে যান ওই পরিযায়ী শ্রমিক। ইকবাল লেখেন, চুরি করা তাঁর স্বভাব নয়। কিন্তু সন্তানকে নিয়ে কীভাবে বাড়ি ফিরবেন? সেটা ভেবেই এই সিদ্ধান্ত। এ জন্য ক্ষমাও প্রার্থনা করেন ইকবাল।
বাড়ির বারান্দায় চিঠিটি পেয়ে সবাইকে এই ঘটনাটি জানান সাহাব সিং। চিঠি পড়ে কি ইকবালকে ক্ষমা করে দিয়েছেন সাহাব সিং? সেটা অবশ্য জানা যায়নি। তবে তাঁর সাইকেল চুরি যাওয়ার কোনো অভিযোগও দায়ের করেননি তিনি।

Related articles

প্রয়াত অভিনেতা-প্রাক্তন সাংসদ ধর্মেন্দ্র, শোকস্তব্ধ বলিউড

হাসপাতালের দীর্ঘ লড়াই শেষ। ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সোমবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরে হাসপাতালে...

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার...

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...
Exit mobile version