Saturday, May 3, 2025

‘বাইসাইকেল থিফ’: চিঠি লিখে ক্ষমা প্রার্থনা বাড়ি ফিরতে মরিয়া পরিযায়ী শ্রমিকের

Date:

কথায় বলে ঘরের টান! আর অসময়ে বাড়ি ফেরার চেষ্টা যে কতটা মরিয়া হতে পারে লকডাউনের তৃতীয় পর্যায়ে শেষের দিকে ভিন রাজ্যে কর্মরত শ্রমিকদের পদক্ষেপ থেকেই তা বোঝা গিয়েছে। তারাই চূড়ান্ত নিদর্শন মিলল রাজস্থানে। শেষ পর্যন্ত চুরি করতে বাধ্য হলেন এক পরিযায়ী শ্রমিক। কিন্তু তিনি স্বভাবসিদ্ধ তস্কর নন। তাই অনুশোচনায় ক্ষমা প্রার্থনা করে চিঠি লিখে যান ‘ বাইসাইকেল থিফ’।

লকডাউনে দেশের বিভিন্ন রাজ্যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের মতো আটকে পড়েছিলেন মহম্মদ ইকবাল। উত্তরপ্রদেশের বাসিন্দা ইকবাল রাজস্থানে শ্রমিকের কাজ করতেন। লকডাউনে রোজগার বন্ধ। সঙ্গে বিশেষভাবে সক্ষম সন্তান। কীভাবে বাড়ি ফিরবেন, তা ভেবে দুশ্চিন্তায় ছিলেন ইকবাল। বিকল্প আর কোনও পথ পেয়ে শেষে রাজস্থানে ভরতপুরে সাহাব সিংয়ের বাড়ি থেকে একটি সাইকেল চুরি করেন তিনি।
কিন্তু সাইকেলটি নেওয়ার পরেই অনুশোচনা হয় তাঁর। মালিকের উদ্দেশ্যে একটি চিঠি লিখে যান ওই পরিযায়ী শ্রমিক। ইকবাল লেখেন, চুরি করা তাঁর স্বভাব নয়। কিন্তু সন্তানকে নিয়ে কীভাবে বাড়ি ফিরবেন? সেটা ভেবেই এই সিদ্ধান্ত। এ জন্য ক্ষমাও প্রার্থনা করেন ইকবাল।
বাড়ির বারান্দায় চিঠিটি পেয়ে সবাইকে এই ঘটনাটি জানান সাহাব সিং। চিঠি পড়ে কি ইকবালকে ক্ষমা করে দিয়েছেন সাহাব সিং? সেটা অবশ্য জানা যায়নি। তবে তাঁর সাইকেল চুরি যাওয়ার কোনো অভিযোগও দায়ের করেননি তিনি।

Related articles

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...
Exit mobile version