Sunday, August 24, 2025

তেলেনিপাড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট, গ্রেফতার অভিযুক্ত

Date:

হুগলির তেলেনিপাড়া গোলমাল নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছিলেন। সেই অভিযোগে, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ।

দিন কয়েক আগে হুগলির ভদ্রেশ্বরের তেলেনিপাড়ায় দু’পক্ষের গোলমাল হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালায় পুলিশ। শুক্রবার হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগের অফিসাররা সুতপা মাইতি নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করেন। কমিশনারেটের ডিসি সুব্রত গঙ্গোপাধ্যায় বলেন, তেলেনিপাড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য পোস্ট করেন ওই মহিলা। তাই তাকে গ্রেফতার করা হয়েছে। নিজেকে আইনজীবী বলে পরিচয় দিয়েছেন অভিযুক্ত। সেই পরিচয় খতিয়ে দেখা হচ্ছে।

ওই পোস্টে রাজ্যের এক মন্ত্রী এবং এক পুলিশকর্তার নামেও কুরুচিকর মন্তব্য করা হয়েছে। ওই মন্তব্য ‘শেয়ার’ করায় আরও ১৭ জনের খোঁজ শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রতারণার অভিযোগে ২০১৮ সালের মে মাসে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি জামিন পান। ধৃতকে চুঁচুড়া আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে এক দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। যদিও নিজের পক্ষেই সওয়াল করেছেন ওই মহিলা। তাঁর বক্তব্য, “আমার ছবিকে ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে ষড়যন্ত্র করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে এই কাজ করে কেউ আমাকে বিপদের মুখে ফেলছে।”

 

 

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version