বেসরকারি সংস্থাকে কয়লা তোলার ও কয়লা ব্লক নিলামে অনুমতি

শনিবার অর্থমন্ত্রীর নির্মলা সীতারমণ জানান, দেশে যথেষ্ট পরিমাণে কয়লা মজুত রয়েছে। পৃথিবীতে তৃতীয় বৃহত্তম কয়লা ভান্ডার হলো ভারত। কয়লা খনির উন্নয়নে ৫০ হাজার কোটি টাকা ব্যয় করবে সরকার, জানালেন অর্থমন্ত্রী। একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন তিনি। বেসরকারি সংস্থাকে কয়লা তোলার অনুমতি দিল কেন্দ্র। এমনকী কয়লা ব্লক নিলামে এবার এবার থেকে বেসরকারি সংস্থাগুলো নিতে নিতে পারবে। এক্ষেত্রে মিথেন গ্যাসের কথাও থাকছে।

Previous articleলগ্নি টানতে চিহ্নিত হয়েছে ৫ লক্ষ হেক্টর জমি
Next articleখনি- উন্নয়ন, উৎপাদন উত্তোলনে সিঙ্গল উইন্ডো সিস্টেম