Thursday, November 13, 2025

করোনার জেরে বন্ধ টলিপাড়ার শুটিং। বাংলা ছবি থেকে ধারাবাহিক ফ্লোর বন্ধ, শুটিং স্থগিত করা হয়েছে। যার জেরে শিল্পী থেকে কলাকুশলী সকলেরই রোজগারের পথ বন্ধ। এরই মধ্যে কালার্স বাংলা চ্যানেলের চারটি ধারাবাহিক বন্ধ করে দিয়েছে। যার জেরে ক্ষোভে ফুঁসছেন কলাকুশলীরা।

প্রায় দু মাস হল শুটিং বন্ধ। মঙ্গলবার দুপুরে কালার্স বাংলার এই খবর প্রথম সামনে আসে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা অভিনেত্রীরা। চলতি চারটি ধারাবাহিক ‘নিশির ডাক’, ‘মঙ্গলচণ্ডী’, ‘কনককাঁকন’ এবং ‘চিরদিনই আমি যে তোমার’ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। পরিবর্তে ওই চ্যানেল সংস্থার অন্য ধারাবাহিক ডাব করে বাংলায় দেখানোর কথা হয়েছে বলেও শোনা যাচ্ছে।

যদিও এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষের কোনও বক্তব্য মেলেনি। একাংশের ধারণা, করোনা-পরবর্তী অর্থনৈতিক ধাক্কা সামলাতেই এই সিদ্ধান্ত। লকডাউন চলায় প্রায় সব বিনোদন চ্যানেলে মূলত পুরনো সিরিয়ালের পুনঃপ্রচার চলছে। সংশ্লিষ্ট চ্যানেলে, ডাবিং করা সিরিয়াল আগে থেকেই চলে। জানা গিয়েছে, ওই চ্যানেলের সঙ্গে এই সব ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের সরাসরি কোনও চুক্তি নেই। প্রযোজনা সংস্থাগুলির সঙ্গে চুক্তিবদ্ধ তাঁরা।

অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়ের কথায়, “সিরিয়াল বন্ধ হয়ে যাওয়া মানে শুধু অভিনেতা-অভিনেত্রী বা টেকনিশিয়ানদের রুজির প্রশ্ন নয়। যারা পোস্ট প্রোডাকশন দেখে, যারা ফ্লোরে খাবার, আসবাবপত্র জোগান দেয় তাঁদেরও ক্ষতি। চ্যানেলের এই সিদ্ধান্ত এতগুলো মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিল।”

Related articles

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...
Exit mobile version