দিল্লির সুখদেব বিহার উড়ালপুলের কাছে ফুটপাতে জড়ো হওয়া পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করে তাঁদের ঘরে পাঠানোর ব্যবস্থা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শনিবার ওই পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করে তাঁদের নানা সমস্যার কথা শোনেন রাহুল। তাঁকে মাস্ক পরে ফুটপাতে বসে পরিযায়ীদের এক একটি দলের সঙ্গে আলাদা করে কথা বলতে দেখা যায়। দিল্লি ও হরিয়ানা থেকে ওই পরিযায়ীরা নিজেদের রাজ্যে ফেরার জন্য জড়ো হয়েছিলেন। কিন্তু কোনও গাড়ির ব্যবস্থা না হওয়ায় তাঁদের সংকট বাড়ছিল। রাহুলের উদ্যোগে তাঁদের খাবার, মাস্ক, জল দেওয়া হয়। এরপর গাড়িতে করে তাঁদের গ্রামে ফেরার ব্যবস্থা করে কংগ্রেস।
