দেশের বেশ কিছু বাণিজ্যিক আইনের সংস্কার ও সংশোধন

‘আত্মনির্ভর ভারত’ আর্থিক প্যাকেজে পঞ্চম তথা শেষ দফায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা :

দেশে চালু থাকা বেশকিছু বাণিজ্যিক আইনের সংস্কার ও সংশোধন করা হচ্ছে৷ MSME-র ক্ষেত্রে অতিরিক্ত ছাড়৷ লকডাউন পরিস্থিতির দুর্ভোগের কারনে ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হবে৷
কর্পোরেট আইনের ক্ষেত্রেও আমূল সংস্কারের পথে কেন্দ্র৷ এর পর থেকে
ছোট মাপের ত্রুটিসমূহকে অপরাধ হিসেবে গণ্য করা হবে না৷ এর ফলে যখন-তখন আদালতে যাওয়ার প্রবণতা হ্রাস পাবে৷ আরবিট্রেশন বা
সালিশির সাহায্যে ব্যবসায়ীর সমস্যার সমাধান করা হবে৷ এই বিষয়ে আলাদা অর্ডিন্যান্স জারি করবে কেন্দ্র৷

Previous articleদেউলিয়া ঘোষণার সীমা বৃদ্ধি
Next articleকরোনার জেরে রেস্তোরাঁ থেকে ফিরিয়ে দেওয়া হলো নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে!