রাশিয়ার কোভিড পরিস্থিতিও উদ্বেগজনক, আক্রান্তের নিরিখে বিশ্বে দ্বিতীয়

ইউরোপে প্রথমে করোনার এপিসেন্টার ছিল ইতালি। তারপর তাকে ছাপিয়ে যায় ব্রিটেন। স্পেন ও ফ্রান্সও খুব পিছিয়ে ছিল না। আর এবার আলোচনায় পূর্ব ইউরোপের বৃহত্তম তথা গুরুত্বপূর্ণ দেশ রাশিয়া। শুরুর দিকে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় অনেক পিছিয়ে ছিল ভ্লাদিমির পুতিনের দেশ। কিন্তু মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে হঠাৎই পরিস্থিতির দ্রুত বদল ঘটেছে। সর্বশেষ যা পরিস্থিতি তা অতি উদ্বেগজনক। কারণ আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছে রাশিয়া। জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, আমেরিকায় আক্রান্তের সংখ্যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। আর তারপরই করোনায় সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছেন রাশিয়ার মানুষ। সবচেয়ে খারাপ অবস্থা রাশিয়ার রাজধানী মস্কোর। রাশিয়ার মোট আক্রান্তের সংখ্যা ২,৮১,৭৫২। আর এর মধ্যে অর্ধেকের বেশি ১,৪২,৮২৪ জন রাজধানী মস্কোয় আক্রান্ত। রবিবার এই তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

শুধু মস্কোই নয়, করোনা মহামারির সাম্প্রতিক সংক্রমণ রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ায় জরুরি ভিত্তিতে তা মোকাবিলায় নেমেছে প্রশাসন। প্রেসিডেন্ট পুতিন দেশের ৮৫ জন আঞ্চলিক প্রশাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। তাতে তিনি নির্দেশ দিয়েছেন আঞ্চলিক স্তরে সংক্রমণের পরিস্থিতি খতিয়ে দেখে লকডাউন কঠোর করা অথবা প্রয়োজনমত শিথিল করার সিদ্ধান্ত নেবেন তাঁরা। এই দেশের পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল মহলের বক্তব্য, গোটা রাশিয়ায় রয়েছে ১১ টি টাইম জোন। দেশের এই বিরাট আয়তন এবং বেশ কিছু অঞ্চলে উন্নয়নের পরিস্থিতির তারতম্যের ফলে সংক্রমণ গোটা দেশেই ছড়িয়েছে।

 

Previous articleআর্থিক প্যাকেজ নিয়ে মজার ভিডিও কংগ্রেসের
Next articleগত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত আরও ১০১ জন, সংখ্যা বেড়ে দাঁড়ালো ২,৬৬৭!